promotional_ad

বোলারদের ব্যাটিং নিয়ে কাজ করছেন সুজন

promotional_ad

লোয়ার অর্ডারে ব্যাটিং সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ দল বেশ পিছিয়ে। এক মাত্র মাশরাফি বিন মুর্তজা ছাড়া লোয়ার অর্ডারে কিছু রান যোগ করার মত ব্যাটসম্যান নেই বাংলাদেশ ক্যাম্পে।


জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে থেকেই এই জায়গা নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। মিরপুরে বৃহস্পতিবার স্কোয়াডে থাকা বোলারদের নিয়েই কাজ করতে দেখা গেল তাকে।


প্রস্তুতি ক্যাম্পে বোলিংয়ের পাশাপাশি বোলারদের ব্যাটিং নিজেও আলাদা সময় দিতে দেখা গেছে। লোয়ার অর্ডারে ১৫-২০ রানের গুরুত্ব বুঝিয়ে দিতে দেখা গেছে সুজনকে।



promotional_ad

সুজন বলেছেন, 'যখন স্কিল ট্রেনিং শুরু হয়ে যায় ব্যাটসম্যানরা অনেক সময় নিয়ে ব্যাটিং করে। পেসাররা অত সময় পায় না। সব ফরম্যাটেই বোলারদের দরকার হয় ব্যাটিং করার। টেল এন্ডে গিয়ে ১৫/২০ রান করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওদের ব্যাটিং নিয়ে কাজ করছিলাম।


জানুয়ারির চার তারিখ থেকে বোলারদের নিয়ে নিবিড় অনুশীলন করবেন সুজন। আপাতত ব্যাটিংয়ে আলাদা সময় দিতে চাচ্ছেন তিনি। আর খেলার মধ্যে থাকায় বোলারদের আরেকটু সময় দেয়ার পক্ষপাতি তিনি।


'আর বোলিং যেহেতু ৪ তারিখ থেকে শুরু করবে। মাত্রই ফার্স্ট ক্লাস শেষ করে এল, সবাই ওভারলোডেড। বেসিকটা নিয়ে কাজ করতে চাই সুইং বোলিং নিয়ে কাজ করতে চাই।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball