promotional_ad

বিপিএল খেলে দুঃসংবাদ পেলেন জুনায়েদ!

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) পঞ্চম আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলতে এসেছিলেন পাকিস্তানের পেস তারকা জুনায়েদ খান। তবে কপাল খারাপই বলতে হবে তাঁর। বিপিএল চলাকালীন সময়ে ডান পায়ে আঘাত পাওয়ার পর ছিটকে পড়তে হয় তাঁকে।  


পরবর্তীতে স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে ডান পায়ের হাড়ে চিড় ধরেছে জুনায়েদের । ফলে আগামী চার সপ্তাহ তাঁকে পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে। এই কারণে নিউজিল্যান্ডের মাটিতে আগামী ৬ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে  সিরিজে খেলতে পারছেন না তিনি। 


কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান। আর এই সিরিজ দুটির জন্য চলতি সপ্তাহের শেষের দিকে স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই স্কোয়াডে যে জুনায়েদ থাকছেন না অনেকটাই নিশ্চিত বলা যায়।  



promotional_ad

এর আগে পিঠের চোটের কবলে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়তে হয়েছে বাঁহাতি মিডিয়াম পেসার উসমান শেনওয়ারিকেও। গত মাসেই চোটের মুখে পড়েছিলেন এই পাক পেসার। 


এদিকে জুনায়েদ ও শেনওয়ারি বাদ পড়ায় স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে মোহাম্মদ ইরফান ও সোহেল খানের।   


উল্লেখ্য এখন পর্যন্ত মোট ৬৬টি ওয়ানডেতে ৫.৩০ ইকোনমি রেটে মোট ৯৭ উইকেট শিকার করেছেন জুনায়েদ খান। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ৯ ম্যাচ খেলে ৮.৭৪ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছেন এই পাক পেসার। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball