টি-টেন লীগের প্রথম সেমিফাইনালে রবিবার সন্ধ্যায় মাঠে নামছে ইয়ন মরগান-সাকিব আল হাসানের কেরেলা কিংস এবং ইমাদ ওয়াসিমের মারাঠা অ্যারাবিয়ান্স। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিংস দলপতি ইয়ন মরগান।

আমি বিশ্বের যেকোনো স্পিনারকে ছক্কা মারতে পারবো: সালমান
চলতি এশিয়া কাপে পাঁচ ম্যাচের মাত্র একটিতে অপরাজিত ছিলেন সালমান আলী আঘা। অর্থাৎ বাকি চার ম্যাচেই আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। সবগুলো আবার প্রতিপক্ষের স্পিনারদের বিপক্ষে। স্বাভাবিকভাবেই স্পিনারদের বিপক্ষে সালমানের ব্যাটিংয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। তবে পাকিস্তানের অধিনায়ক জানান, উইকেটে থিতু হতে পারলে দুনিয়ার যেকোনো স্পিনারকে তিনি ছক্কা মারতে পারবেন।