promotional_ad

কুলদিপ-চাহালের বোলিং ঘূর্ণিতে বৃথা গেল থারাঙ্গার লড়াকু ইনিংস

promotional_ad

আজ ভিশাখাপত্নমে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে খেলতে নেমে শুরুতে ব্যাটিং করে মাত্র ২১৫ রানে অলআউট হয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা। ফলে বৃথা গেছে ওপেনার উপল থারাঙ্গার ৮২ বলে ৯৫ রানের লড়াকু ইনিংসটি। 


এদিন শুরুতে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।  এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রানের মাথায় জাসপ্রিত বুমরাহর করা একটি বলে মিড অফে তুলে মারতে গিয়ে অধিনায়ক রোহিতের হাতে ধরা পড়েন ওপেনার দানুস্কা গুনাঠিলাকা।


তবে এরপর উপল থারাঙ্গা এবং সাদিরা সামারাবিক্রমার ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এই দুই ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন। পাশাপাশি জুটি গড়েন ১২১ রানের। এর মধ্যে থারাঙ্গাও তুলে নেন তাঁর ব্যক্তিগত অর্ধশতক। 


তবে দলীয় ১৩৬ রানের সময় জুবেন্দ্র চাহালের একটি বল তুলে মারতে গিয়ে ডিপ কাভার অঞ্চলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন দারুণ খেলতে থাকা সামারাবিক্রমা। আর এরই সাথে দুর্দান্ত এই জুটিটি ভাঙ্গে। 



promotional_ad

অবশ্য সামারাবিক্রমা ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন থারাঙ্গা এবং নতুন ক্রিজে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু কুলদিপ যাদবের করা ২৭.১ ওভারে দুর্ভাগ্যক্রমে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হয়েছে অভিজ্ঞ ওপেনার থারাঙ্গাকে।  ৯৫ রান করে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এই লঙ্কান ওপেনার। 


থারাঙ্গা ফিরে গেলে ব্যাটিংয়ে নেমেছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। কিন্তু মাত্র ৮ রান করে কুলদিপ যাদবের বলে স্লিপে স্রেয়াশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডিকওয়েলা। ১৬৮ রানের মাথায় দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। 


১৮৯ রানের মাথায় অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বোল্ড করে জুবেন্দ্র চাহাল ফিরিয়ে দিলে আর উঠে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। নব নিযুক্ত অধিনায়ক থিসারা পেরেরাও এদিন রান পেতে ব্যর্থ হয়েছেন। মাত্র ৬ রান করে চাহালের বলে এলবিডব্লিউয়ের শিকার হন পেরেরা। 


এরপর আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের তোপে ৪৪.৫ ওভারে মাত্র ২১৫ রানেই গুঁতিয়ে যায় লঙ্কানরা। ভারতের পক্ষে কুলদিপ যাদব এবং জুবেন্দ্র চাহাল প্রত্যেকে ৩ টি করে উইকেট শিকার করেছেন। অপরদিকে ২টি উইকেট নিয়েছেন হারধিক পান্ডিয়া এবং ১টি করে  উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। 



এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় দিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিলো লঙ্কানরা। তবে পরবর্তী ম্যাচেই ১৪১ রানের জয় দিয়ে সিরিজে সমতা ফেরায় রোহিত শর্মার দল। সেই কারণে আজকের ম্যাচটি দুই দলের জন্যই অঘোষিত ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball