হুইল চেয়ারে বাংলাদেশের ভারত জয়

আন্তর্জাতিক
হুইল চেয়ারে বাংলাদেশের ভারত জয়
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

নেপালের মাটিতে ত্রিদেশীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি ফরম্যাটের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে ব্যাট করে ছয় উইকেট খরচায় ১৬২ রান করেছিল ভারত। মোর্শেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন। 

ভারতের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মোহাম্মদ মহসিনের ব্যাটে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। মহসিন একাই করেন অপরাজিত ৫১ রান।


মিঠুরের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। এই দুই ব্যাটসম্যান ১৯ বল বাকী থাকতেই বাংলাদেশকে ছয় উইকেটের বড় জয় এনে দেয়। 

জানিয়ে রাখা ভালো, ত্রিদেশীয় সিরিজ খেলতে ১৩ ডিসেম্বর ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দলটির দেখাশোনার দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দুর্জয়।

আরো পড়ুন: this topic