promotional_ad

শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে তামিম-আফ্রিদিরা

promotional_ad

টি-টেন ক্রিকেট লীগে শনিবার প্লে-অফের ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছিলো তামিম ইকবাল-শহীদ আফ্রিদির পাখতুনস। ম্যাচটিতে ৬ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে তামিমের দলটি। 


এদিন শুরুতে টসে জিতে বেঙ্গল টাইগার্সদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাখতুনস দলপতি শহীদ আফ্রিদি।আফ্রিদির আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ১২৬ রান স্কোরবোর্ডে তোলে বেঙ্গল টাইগার্স। দলের পক্ষে ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন মিলার।


পাখতুনসের পক্ষে আফ্রিদি এবং লিয়াম ডওসন নেন একটি করে উইকেট। টাইগার্সদের ছুঁড়ে দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দেখে শুনে খেললেও দ্বিতীয় ওভার থেকেই হাত খুলে খেলতে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ।



promotional_ad

যদিও ম্যাচের তৃতীয় ওভার উড়িয়ে মারতে গিয়ে ড্যারেন স্যামির হাতে জীবন পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু জীবন পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি তিনি। চতুর্থ ওভারের শেষ বলে মাত্র  ৮ রান করে আমির ইয়ামিনের হাতে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


তামিমের পর ৩৮ রান করে উইকেট ছুঁড়ে দেন আরেক ওপেনার শেহজাদও। দুই ওপেনারকে হারালেও ফকর জামানকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন পাকতুনসের দলপতি শহীদ আফ্রিদি। 


কিন্তু ৯ বলে ২৩ রান  করে বিদায় নিয়েছেন তিনি। আফ্রিদি বিদায় নিলেও ক্রিজে থাকা ফকর জামানকে সঙ্গ দিতে নামেন ডোয়াইন স্মিথ। স্মিথকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৪ ছক্কার সাহায্যে ১১ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন এই বাঁহাতি।



এরপর ক্রিজে নেমে দলের পক্ষে ব্যাট হাতে তান্ডব চালান ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডওসন। ডওসনের ৫ বলে ১৬ এবং ডোয়াইন স্মিথের ৭ বলে ৯ রানের উপর ভর করে শেষ বলে ৬ উইকেটের জয় তুলে নেয় তামিমরা।


আর এই জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকার পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে পাখতুনস। তিন ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে থেকেই সেমিফাইনালে মাঠে নামবে তামিম-আফ্রিদিরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball