৬ বছর পর পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ
নভেম্বরে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সিরিজের ৯ দিনের ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। সিরিজটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

promotional_ad

৮ নভেম্বর ফয়সালাবাদে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে সিরিজ শেষ করার পর মাত্র দুই দিনের বিরতি নিয়ে পাকিস্তান ১১, ১৩ ও ১৫ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে তিনটি ওয়ানডে খেলবে।


আরো পড়ুন

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল প্রোটিয়ারা

৫ সেপ্টেম্বর ২৫
প্রোটিয়া ক্রিকেটারদের উচ্ছ্বাস

প্রতিটি ম্যাচের মাঝে থাকবে মাত্র এক দিনের বিশ্রাম। এরপর তারা সেখানেই থাকবে, কারণ ১৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ শেষে টুর্নামেন্টের বাকি অংশ চলে যাবে লাহোরে।


promotional_ad

২০১৯ সালের পর এটাই প্রথমবার শ্রীলঙ্কা পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। সর্বশেষ সেই সিরিজে করাচিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর বাকি দুটি ম্যাচে জয় পেয়ে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।


সেই সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন সফররাজ আহমেদ। পাকিস্তানে শ্রীলঙ্কার সর্বশেষ সফর ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে, যখন তারা এশিয়া কাপ খেলতে লাহোরে গিয়েছিল। ওয়ানডে সিরিজটি পাকিস্তানের ব্যস্ত ঘরের মাঠের সিরিজের সর্বশেষ সংযোজন।


১২ থেকে ২৪ অক্টোবর লাহোর ও রাওয়ালপিন্ডিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট দিয়ে মৌসুম শুরু করবে পাকিস্তান। এরপর প্রোটিয়াদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।


সম্প্রতি আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান, যা ছিল এশিয়া কাপের প্রস্তুতি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball