promotional_ad

অবসরের পর কোচিংয়ে চোখ করুনারত্নের

কোচিংয়ে চোখ রাখছেন দিমুথ করুনারত্নে, ফাইল ছবি
পেশাদার ক্রিকেট ছাড়ার পর অনেক ক্রিকেটারই ধারাভাষ্য কিংবা কোচিংয়ের সাথে যুক্ত হয়ে থাকেন। অনেকে আবার ক্রিকেট থেকে গুটিয়ে নিয়ে একেবারে দূরে সরে যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট খেলে বিদায় নেয়া দিমুথ করুনারত্নে অবশ্য থাকতে চান ক্রিকেটের সঙ্গেই। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পরবর্তীতে কোচিংয়ে প্রবেশ করতে চান লঙ্কান এই ক্রিকেটার।

promotional_ad

সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভালো করতে পারছিলেন না করুনারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও জ্বলে উঠতে পারেননি তিনি। প্রথম টেস্টে ৭ ও ০ রান করেছিলেন। নিজের খেলা শেষ ম্যাচে প্রথম ইনিংসে ৩৬ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে পুরো ক্যারিয়ারে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে গলে টেস্টে অভিষেক হয়েছিল করুনারত্নের। 


আরো পড়ুন

করুনারত্নের বিদায়ী টেস্টের প্রথম দিনে বিবর্ণ শ্রীলঙ্কা

৭ ফেব্রুয়ারি ২৫
বিদায়ী টেস্টে গার্ড অব ওনার পাচ্ছেন দিমুথ করুনারত্নে, ফাইল ফটো

এক যুগের বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারে লঙ্কানদের হয়ে একশ ম্যাচ খেলেছেন। যেখানে ১৬ সেঞ্চুরিতে ৭ হাজার ২২২ রান করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। ক্যারিয়ার সেরা ২৪৪ রান করেছিলেন বাংলাদেশের বিপক্ষে ২০২১ সালে। এ ছাড়া শ্রীলঙ্কার হয়ে ৩০ টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে পাওয়া জয় অন্যতম। অবসর নিলেও সবসময় শ্রীলঙ্কার ক্রিকেটকে সমর্থন করে যাবেন বলে জানান সাবেক এই অধিনায়ক। 


গলে ম্যাচ শেষে নিজের বিদায়ী বার্তায় করুনারত্নে বলেন, ‘আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে এটা লম্বা একটা ক্যারিয়ার। আমি খানিকটা আবেগতাড়িত কারণ আমি তাদের ছেড়ে চলে যাচ্ছি।  আমি যেখানেই যাই না কেন আমি তাদের সঙ্গেই থাকব এবং পুরোদমে সমর্থন করব।’



promotional_ad

শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়েছেন করুনারত্নে। বাঁহাতি ওপেনারের আগে লঙ্কানদের জার্সিতে এমন কীর্তি আছে সানাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরণ, চামিন্দা ভাস, কুমার সাঙ্গাকারা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের। করুনাত্নে জানিয়েছেন, ছোটবেলা থেকেই একশ টেস্ট খেলা এবং ১০ হাজার রানের স্বপ্ন দেখতেন। 


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

১৩ ঘন্টা আগে
শ্রীলঙ্কা দলে মাত্র একটি পরিবর্তন, ফাইল ফটো

করুনারত্নে বলেন, ‘আপনি যখন ১০০ টেস্ট খেলবেন তখন এটা সহজ ব্যাপার নয়। আমি যখন টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন আমার স্বপ্ন ছিল ১০০ টেস্ট খেলা এবং ১০ হাজার রান করা। সৌভাগ্যক্রমে, আমি ক্রিকেটে এসেছিলাম এবং লম্বা সময় খেলেছি। আমি খুশি, শ্রীলঙ্কা ক্রিকেট, আমার বন্ধু-বান্ধব এবং পরিবারকে ধন্যবাদ।’


বর্তমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থায়ী হয়েছেন করুনারত্নে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পরবর্তীতে কোচিংয়ের খুঁটিনাটি শেখার কথা জানিয়েছেন তিনি। কোচিংয়ে যোগ দেয়া নিয়ে সাবেক বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আমি কোচিং করাতে চাই। আমি অস্ট্রেলিয়াতে যাব এবং কোচিংয়ের খুঁটিনাটি শিখব। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই এবং তারপর কোচিং শুরু করব।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball