promotional_ad

আরেকটি বড় হার চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কাকে

উইকেট উদযাপনে ব্যস্ত অস্ট্রেলিয়া দল, এসএলসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও তাদের বড় হার চোখ রাঙাচ্ছে। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিশাল রানে রীতিমতো চাপা পড়েছে স্বাগতিকরা। এই ম্যাচে আগে ব্যাট করে ২৫৭ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রান তোলে অজিরা।

promotional_ad

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা তারা দিন শেষ করেছে ৮ উইকেটে ২১১ রান নিয়ে। লিড মাত্র ৫৪ রানের। বাকি ২ উইকেট কতদূর এগোতে পারবে লঙ্কানরা সেটাই দেখার বিষয়। নাটকীয় কিছু না ঘটলে অস্ট্রেলিয়া এই ম্যাচে হেসে খেলেই জিততে চলেছে। তেমটা হলে ২০ বছর পর শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে অজিরা। সবশেষ এই কীর্তি গড়েছিল তারা ২০০৪ সালে। সেবার টানা তিন টেস্টেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

এদিকে গলে ১৫৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ৩৯ রানে হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটারকে। পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে শুরু ম্যাথু কুনেমানের। এরপর তার স্পিনেই কটবিহাইন্ড হয়ে ফেরেন শেষ টেস্ট খেলা করুনারত্নে। তার ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর লায়নের শিকার হয়েছেন ১২ রান করা দীনেশ চান্দিমাল।



promotional_ad

কামিন্দু মেন্ডিসকেও আউট করেছেন লায়ন। কুনেমানের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ২৩ রান করা লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কান ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লায়নকে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন এই লঙ্কান ব্যাটার।


শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা কুশাল মেন্ডিস দিন শেষ করেছেন ৫০ বলে ৪৮ রান নিয়ে। দিনের শেষদিকে তাকে সঙ্গ দিতে পারেননি রমেশ মেন্ডিস ও প্রবাথ জয়াসুরিয়া। পেস বোলিং ছেড়ে এই ইনিংসে অফ স্পিনার হয়ে ওঠা ওয়েবস্টার আউট করেছেন মেন্ডিসকে। শর্ট লেগে তার ক্যাচ নিয়েছেন ট্রাভিস হেড। আর কুনেমান জয়াসুরিয়াকে বিদায় করলে দিনের খেলা শেষ হয়ে যায়। 



এর আগে অস্ট্রেলিয়া ৪১৪ রানে শেষ করে প্রথম ইনিংস। আগের দিনের অপরাজিত দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি এদিন অবশ্য খুব দূর এগোতে পারেননি। আগের দিনের ১২০ রান নিয়ে খেলা শুরু করা স্মিথ আউট হয়েছেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে দিন শুরু করা ক্যারি ফিরেছেন ১৫৬ রানে। এদিন তাদের জুটি থেকে এসেছে মাত্র ২০ রান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অজিরা অল আউট হয়ে যায় চারশ পার করেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball