promotional_ad

করুনারত্নের বিদায়ী টেস্টের প্রথম দিনে বিবর্ণ শ্রীলঙ্কা

বিদায়ী টেস্টে গার্ড অব ওনার পাচ্ছেন দিমুথ করুনারত্নে, ফাইল ফটো
গলের স্পিন সহায়ক উইকেটে নিজেদের জাত আরও একবার চেনালেন নাথান লায়ন ও ম্যাথু কুনেমান। তাদের অসাধারণ বোলিংয়ের পরও দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে দুইশ পার করেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।

promotional_ad

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন লায়ন। দলীয় ২৩ রানে তাকে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন পাথুম নিশাঙ্কা। শেষ টেস্ট খেলতে নামা দিমুথ করুনারত্নেও সুবিধা করতে পারেননি।


আরো পড়ুন

অবসরের পর কোচিংয়ে চোখ করুনারত্নের

৯ ফেব্রুয়ারি ২৫
কোচিংয়ে চোখ রাখছেন দিমুথ করুনারত্নে, ফাইল ছবি

গার্ড অব ওনার নিয়ে ব্যাটিংয়ে নেমে চান্দিমালকে সঙ্গে নিয়ে অবশ্য শুরুর ধাক্কা সামাল দেন তিনি। কিন্তু তাকেও বোল্ড করেন লায়ন। লায়নের বল পেছনের পায়ে খেলতে গিয়ে স্টাম্প হারান তিনি। ফিরেন ৩৬ রান করে। ৭০ রানের এই জুটি ভাঙার পর বিপদে পড়ে শ্রীলঙ্কা। এই সময়ে আরও ধীরগতিতে খেলতে থাকেন চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস



promotional_ad

ম্যাথিউসকেও টিকতে দেননি লায়ন। বাইরের বল মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ২৬ বলে ১ রান করাএই ব্যাটার। এর একটু পর দুই ওভারে আরও দুটি উইকেট হারায় লঙ্কানরা। ট্রাভিস হেডের বলে স্লিপে ধরা পড়েন ১৩ রান করা কামিন্দু মেন্ডিস। এরপর মিচেল স্টার্কের বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরেন ধনঞ্জয়া ডি সিলভা।


আরো পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

১৬ ঘন্টা আগে
শ্রীলঙ্কা দলে মাত্র একটি পরিবর্তন, ফাইল ফটো

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করেন চান্দিমাল। ৩২তম হাফ সেঞ্চুরি করার দিনে ৭৪ রান আসে তার ব্যাটে। কুনেমানের বলে স্টাম্পড হন অভিজ্ঞ এই ব্যাটার। ২৪ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়া লঙ্কানদের হাল ধরেন কুশল মেন্ডিস ও রমেশ মেন্ডিস।



দুই মেন্ডিস দলের রানের খাতায় তোলেন ৬৫ রান। এই জুটিও ভাঙেন স্টার্ক। তার দ্রুতগতির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন দুটি চারে ২৮ রান করা রমেশ। স্টার্কের পরের বলেই স্লিপে ধরা পড়েন প্রবাথ জায়াসুরিয়া। এরপর নিশান পেইরিসকে রানের খাতাই খুলতে দেননি কুনেমান। 
এরপর কুশল মেন্ডিস ও লাহিরু কুমারার ব্যাটে। ৯০ বলে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত আছেন কুসাল মেন্ডিস। লায়ন ৭৮ রানে নেন ৩ উইকেট। দুটি উইকেট নেন কুনেমান। স্পিন উইকেটে ৩৭ রানে তিন উইকেট নেন স্টার্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball