promotional_ad

বিসিসিআইয়ের বিশেষ সম্মাননা পেলেন টেন্ডুলকার

পুরষ্কার হাতে ভারতীয় ক্রিকেটাররা, বিসিসিআই
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তীতুল্য ক্রিকেটার ধরা হয় শচিন টেন্ডুলকারকে। ক্রিকেটের এখনও অনেক রেকর্ডে সবার উপরে যে নাম সেটা টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান থেকে শুরু করে সর্বোচ্চ সেঞ্চুরি সব কিছুই দখলে এই ভারতীয় সাবেক ব্যাটারের। ২০১১ সালে এসে জিতেছে ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ।

promotional_ad

এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার বিশেষ পুরষ্কারে ভূষিত হলেন তিনি। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে ‘সিকে নাইডু আজীবন সম্মাননা দেয়া হয়েছে। ভারতের ৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার পেয়েছেন টেন্ডুলকার। ১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়কের নামে এই পুরষ্কার দেয়া হচ্ছে।


১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন টেন্ডুলকার। ২০১৩ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে লিটল মাস্টার খ্যাত এই ব্যাটার। দীর্ঘ ক্যারিয়ার জুড়ে ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে খেলেছেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতকের সেঞ্চুরিও করেছেন টেন্ডুলকার।



promotional_ad

এদিন পুরস্কৃত করা হয়েছে জসপ্রীত বুমরাহ, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকাদেরও। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার বুমরাহ। আর মেয়েদের ক্রিকেটে এই পুরষ্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। গত বছর অভিষেক হওয়া ব্যাটার সরফরাজ খান পেয়েছেন সেরা অভিষেকের স্বীকৃতি।


গত বছরটা স্বপ্নের মতো কেটেছে বুমরাহর। ১৫ উইকেট নিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ এই পেসার রেখেছিলেন বড় ভূমিকা। আর এমনকি আইসিসির ২০২৪ সালের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। গত বছর ২১ ম্যাচে বুমরাহ শিকার করেছেন সর্বোচ্চ ৮৬ উইকেট। এর মধ্যে ১৩ টেস্টেই বুমরাহ শিকার করেছে  ৭১ উইকেট। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball