promotional_ad

পাকিস্তান সিরিজ শেষ কনোলির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের পেসার হাসনাইনের শর্ট বল পুল করতে গিয়ে গ্লাভস ভেদ করে হাতে ব্যথা পেয়েছিলেন কুপার কনোলি। সেই মুহূর্তে খুব একটা গুরুতর মনে হয়নি। তবে তার হাতের অবস্থা দেখতে ছুটে এসেছিলেন অজি দলের ফিজিও।


এরপর মাঠ ছেড়ে যেতে দেখা যায় তাকে। এরপরই তার স্ক্যান করানো হয়। জানা যায় তার হাতে চিড় ধরা পড়েছে। এই চোটের ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন এই অজি অলরাউন্ডার। সিরিজের তৃতীয় ম্যাচে ৭ রান করেছিলেন তিনি।



promotional_ad

এরপর অনাকাঙ্খিত চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। এরপর অস্ট্রেলিয়ারও সঙ্গী হয়েছে হার। সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গিয়েছিল ১৪০ রানে। এরপর ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে পাকিস্তান।


পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে আর কোনো ম্যাচে খেলেননি কনোলি। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দুটি টি-টোয়েন্টিতে খেললেও ব্যাটিং বোলিংয়ের সুযোগ পাননি তিনি। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স ভালোই।


১৭টি টি-টোয়েন্টিতে ২২৬ রান করেছেন তিনি। এর মধ্যে বিগব্যাশেই খেলেছেন ১৫টি ম্যাচ। সেখানে ২৮.২৫ গড় ও ১৪৫.৮১ স্ট্রাইক রেটে। পাশাপাশি বাঁহাতি স্পিনে নিয়েছেন ৬টি উইকেটও। বোঝাই যাচ্ছে মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে বল হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন তিনি।



এদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে অজিরা। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ব্রিজবেনে। আর পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর সিডনি ও হোবার্টে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball