আইপিএলে কোচ হিসেবে দেখা যাবে ওয়ার্নকে

আইপিএল-১১
ইনতেছার
ইনতেছার

কিছুদিন আগেই আইপিএলে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আভাস দিয়েছিলেন তিনি।

অবশ্য আইপিএলে তিনি নতুন নন। আইপিএলের শুরুর বছরেই (২০০৮ সালে) রাজস্থান রয়ালস দলের হয়ে অধিনায়ক এবং কোচ হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি। সেবার বেশ প্রশংসিত হয়েছিলেন ওয়ার্ন।

কেননা একদল তরুণ নিয়েই সেবারের শিরোপা জিতেছিলেন তিনি।। তার অধীনে দল ভালো করেছিলো পরবর্তী বছর গুলোতেও। আর তাই এবার পুরানো ফ্রেঞ্চাইজিতেই ফিরছেন এই অজি কিংবদন্তী।

জানা গেছে, দুই বছর আইপিএলে নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএল-১১ এর আসরে ফেরা ওয়ার্নের সাবেক দল রাজস্থান রয়ালসে এবার কোচ হিসেবে দেখা যাবে শেন ওয়ার্নকে।

'রাজস্থানে ফিরতে পেরে আমি খুবই খুশি এবং উত্তেজিত। আমার ক্রিকেট ক্যারিয়ারের শেষে তারা দারুণ ভূমিকা রেখেছিলো। রাজস্থানের মালিকপক্ষ এবং ভক্তদের ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এসেছে।'; জানাচ্ছিলেন ওয়ার্ন।

দায়িত্ব পাওয়ার পরে ভালো ফলাফল করতে আত্মবিশ্বাসী এই অজি ক্রিকেটার; 'আমাদের দলটি তারুণ্যে ভরপুর। একদল তরুণ আছে এই দলে। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি'

ছবি কৃতজ্ঞতাঃ- এএফপি