আইপিএলে দরপতন ইউসুফ পাঠানের

ছবি:

বর্তমান সময়টা ভালো যাচ্ছে ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত কয়েকটি আসরে খেলা কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেইন করেনি। ফলে, আইপিএলের একাদশতম আসরে তাকে আবারও নিলামে যেতে হচ্ছে।
নিলামের আগে আরেকটি দুঃসংবাদ পেয়েছেন ইউসুফ। এবারের নিলামে অনেকটা কম বেস প্রাইসে তার দাম নির্ধারণ করা হয়েছে। মারকুটে ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠানের বেস প্রাইস ধরা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা।

ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ফর্মের কারণেই তার বেস প্রাইস কমে গেছে এবারের আইপিএলের আসরে। ২০০৮ থেকে ২০১০ রাজস্থান রয়্যালস এবং ২০১১ থেকে ২০১৭ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে সুনামের সঙ্গে খেলেছেন এই তারকা ক্রিকেটার।
এদিকে, গতবছর ঘরোয়া টুর্নামেন্টে ডোপিংয়ের অভিযোগে পাঠানকে সাসপেন্ড করেছিল বিসিসিআই। প্রাথমিক নির্বাসনের এই মেয়াদ যদিও প্রায় শেষ পর্যায়ে (১৬ জানুয়ারি শেষ হচ্ছে)। নিষিদ্ধ ড্রাগ কেন খেয়েছিলেন সেই তথ্য বিসিসিআইকে জানাতে হয়েছিল ভারতের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠানকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে, ইউসুফ ইচ্ছাকৃতভাবে এই রাসায়নিক নেননি, তার অজান্তেই সর্দি-কাশির ওষুধের সঙ্গে তা প্রবেশ করে শরীরে। তাই পাঁচ মাসের বেশি আর নির্বাসন দেওয়া হয়নি তাঁকে। ১৪ জানুয়ারিই সেই নির্বাসনের মেয়াদ শেষ হলে তার পরের দিন থেকেই ক্রিকেটে ফিরতে তার কোনো বাঁধা নেই।
আইপিএলের গত আসরগুলোতে দেখা গেছে এই তারকা অলরাউন্ডারকে দলে ভেড়াতে হুমরি খেয়ে পড়ে দলগুলো। তারই ধারাবাহিকতায় এবারের আসরেও বড় দলগুলোর নজরে থাকবেন ইউসুফ পাঠান। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ইউসুফকে দলে ভেড়াতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস।