promotional_ad

বিপিএলে দল বাড়ানোর পরিকল্পনা বিসিবি'র

promotional_ad

মঙ্গলবার জাঁকজমকপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে এই টি২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।




বিপিএলের এবারের আসরে ৭ টি দল ৩ টি ভেন্যুতে খেলেছে। আগামী বিপিএল আসরে ৭টি দলের সাথে আরো একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবি'র। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


 



promotional_ad

বিসিবি'র সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, 'আন্তর্জাতিক যে শর্তগুলো আছে জাতীয় দলে, তাতে এবার যে সময় পেয়েছি তা সামনেরবার পাওয়া যাবে না। কাজেই আরো ছোট করা দরকার। আমরা এটা নিয়ে কাজ করছি। অন্তত যাতে একটা টিম থাকে। তবে যদি কোনো সুযোগ পাই তাহলে আরো একটা টিম বাড়ানো পরিকল্পনা করবো।'




বিপিএলের অন্য আসরগুলোর চেয়ে অনেক বেশি তারকাবহুল ছিল এবারের আসর। ক্রিস গেইল, ব্র‍্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো সহ এতো তারকাদের উপস্থিতি বিপিএলের আগের চার আসরে দেখা যায়নি। সেক্ষেত্রে এবারের আসরকে বেশ সফলই বলা চলে।





এদিকে, বিপিএলের এবারের আসর তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ভেন্যুতেই দর্শকদের দারুণ সাড়া মিলেছে। 




দর্শকদের সাড়া অকল্পনীয় ছিল বলে মনে করেন বিসিবি সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আগের আসরের চেয়ে এবার অনেক বেশি নামীদামী খেলোয়াড় ছিল। ঢাকা, চিটাগং এবং সিলেট এই তিন জায়গাতেই দর্শকরা যে সাপোর্ট দিয়েছেন তা অকল্পনীয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball