বিপিএলে দল বাড়ানোর পরিকল্পনা বিসিবি'র

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
বিপিএলে দল বাড়ানোর পরিকল্পনা বিসিবি'র
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

মঙ্গলবার জাঁকজমকপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে এই টি২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

বিপিএলের এবারের আসরে ৭ টি দল ৩ টি ভেন্যুতে খেলেছে। আগামী বিপিএল আসরে ৭টি দলের সাথে আরো একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবি'র। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি'র সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, 'আন্তর্জাতিক যে শর্তগুলো আছে জাতীয় দলে, তাতে এবার যে সময় পেয়েছি তা সামনেরবার পাওয়া যাবে না। কাজেই আরো ছোট করা দরকার। আমরা এটা নিয়ে কাজ করছি। অন্তত যাতে একটা টিম থাকে। তবে যদি কোনো সুযোগ পাই তাহলে আরো একটা টিম বাড়ানো পরিকল্পনা করবো।'

বিপিএলের অন্য আসরগুলোর চেয়ে অনেক বেশি তারকাবহুল ছিল এবারের আসর। ক্রিস গেইল, ব্র‍্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো সহ এতো তারকাদের উপস্থিতি বিপিএলের আগের চার আসরে দেখা যায়নি। সেক্ষেত্রে এবারের আসরকে বেশ সফলই বলা চলে।

এদিকে, বিপিএলের এবারের আসর তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ভেন্যুতেই দর্শকদের দারুণ সাড়া মিলেছে। 

দর্শকদের সাড়া অকল্পনীয় ছিল বলে মনে করেন বিসিবি সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আগের আসরের চেয়ে এবার অনেক বেশি নামীদামী খেলোয়াড় ছিল। ঢাকা, চিটাগং এবং সিলেট এই তিন জায়গাতেই দর্শকরা যে সাপোর্ট দিয়েছেন তা অকল্পনীয়।'

আরো পড়ুন: this topic