রংপুরের সমর্থকদের প্রতি কৃতজ্ঞ মাশরাফি

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
রংপুরের সমর্থকদের প্রতি কৃতজ্ঞ মাশরাফি
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

নিজের চতুর্থ শিরোপা এবং রংপুরের হয়ে প্রথম শিরোপা জিতে হাওয়ায় ভাসছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে রংপুরের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এছাড়াও ঢাকা এবং চট্টগ্রামের দর্শকদের প্রতিও সমান ভালবাসা মাশরাফির। জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক সবার প্রতিই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ম্যাচ শেষে ফেসবুকে রংপুর রাইডার্সের পেজ থেকে লাইভে এসে তিনি জানিয়েছেন,

"আপনারা অনেক ধৈর্য রেখেছেন, সাপোর্ট করেছেন, আজকেও মাঠে অনেক সাপোর্ট পেয়েছি। সিলেটে, চিটাগাংয়ে এবং  ঢাকায় সবজায়গায় আপনারা সাপোর্ট করেছেন। রংপুরের প্রত্যেক সমর্থকদের আমি ধন্যবাদ জানাই। 

একই সাথে রংপুরের বাসিন্দা যারা আছেন আশা করি আপনারা অত্যন্ত খুশি হয়েছেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অনেকেই এখানে আছে বাংলাদেশ দলের, তাই আপনারা দোয়া করবেন আর জয়ের লড়াই রংপুর রাইডার্স।"

উল্লেখ্য, বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছিলেন মাশরাফি। পরের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে শিরোপা জিতেছেন তিনি। তবে বিপিএলের চতুর্থ আসরে শিরোপাহীন ছিলেন তিনি। এবার নিলেন রংপুরের হয়ে। 


আরো পড়ুন: this topic