promotional_ad

রেকর্ডের ফুলঝুরি ঘটালেন গেইল

promotional_ad

চলতি বিপিএলের শুরু থেকেই ক্রিস গেইলের ঝড় দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন অগণিত দর্শক। অবশেষে ক্রিকেট প্রেমীদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে বিধ্বংসী রূপে আবির্ভাব ঘটেছে গেইলের। 


এদিন মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়। আর তাঁর ৫১ বলে অপরাজিত ১২৬ রানে ভর করে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর রাইডার্স। আর এরই সাথে বিপিএল থেকে ছিটকে গেছে টাইটান্সরা। 


এদিকে দারুণ এই ইনিংসটি খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন ক্রিস্টোফার হেনরি গেইল। মাত্র ৪৫ সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছেন তিনি। অবশ্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও ছিলো গেইলেরই। 



promotional_ad

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাসের হয়ে খুলনা রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি হাঁকান এই হার্ডহিটার ব্যাটসম্যান। একই সাথে বিপিএলে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন গেইল।


এর আগে এই টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১১৬ রানের। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন তিনি। শুধু টাই নয়, এর ফলে বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানকেও পেছনে ফেলেছেন গেইল।


এর আগে বিপিএলের সেরা ইনিংসটি ছিল সাব্বিরের দখলে। গত বিপিএল আসরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ১২২ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন সাব্বির। 



রেকর্ড হয়েছে আরো! ছক্কার রাজা গেইল রেকর্ড গড়েছেন সর্বোচ্চ ছক্কার হিসেবেও। শুক্রবারের এই ম্যাচে গেইল একাই ছক্কা মেরেছেন ১৪টি যেখানে এর আগে এক ইনিংসে গেইলের সর্বোচ্চ ছক্কার সংখ্যা ছিলো ১২টি।


বিপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৮০০ ছক্কা মারার মাইলফলকও এদিন স্পর্শ করেছেন ক্যারিবিয়ান গেইল। সুতরাং এক কথায় বলা যায় এদিন পুরো ম্যাচটিই ছিলো গেইলময়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball