promotional_ad

অনন্য ক্রীড়াসুলভ আচরণের নজির রাখলেন তামিম

promotional_ad


বিপিএলে নিজেদের সর্বশেষ ম্যাচে বুধবার ঢাকা ডাইনামাইটসকে ১২ রানে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 


আর এই ম্যাচে জয়ের পাশাপাশি অনন্য ক্রীড়াসুলভ আচরণের দৃষ্টান্ত রেখেছেন কুমিল্লা অধিনায়ক তামিম। ঢাকা ডাইনামাইটসের ইনিংসের ১৭তম ওভার চলছিলো তখন।


বোলিং করছিলেন কুমিল্লার ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। সেই ওভারের প্রথম বলেই তিনি আউট করে দেন ডাইনামাইটসের হয়ে খেলা তারই স্বদেশী কাইরন পোলার্ডকে।



promotional_ad

পোলার্ডের ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন আরেক ক্যারিবিয়ান কেভন কুপার। ব্রাভোর করা দ্বিতীয় বলে রান নিতে গিয়ে তাঁর সঙ্গে ধাক্কা খান কুপার। কুপারের ধাক্কাটা বেশ জোরে হওয়াতে সাথে সাথেই পড়ে যান ব্রাভো।


নন স্ট্রাইক প্রান্তে পৌঁছুতে পারবেন না বুঝতে পেরে সাথে সাথে সাজঘরের উদ্দেশ্যে যাত্রা করেন কুপার। আর অপরদিকে বল কুড়িয়ে উইকেট ভেঙ্গে দেন কুমিল্লার একজন ফিল্ডার। 


কিন্তু সেসময় দৌড়ে আসেন কুমিল্লা অধিনায়ক তামিম। কুপারকে বেশ কয়েক বার ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি। তবে কুপার এরপরেও ডাগ আউটের দিকে হাঁটতে থাকলে মাঠের দুই আম্পায়ারের শরণাপন্ন হন তামিম।


শেষ পর্যন্ত ডাগ আউটের কাছে গিয়ে পর্যন্ত কুপারকে ফিরিয়ে আনেন কুমিল্লা দলপতি। তামিমের এই অনন্য ক্রীড়াসুলভ আচরণ মাঠের সকলেই করেছে মুগ্ধ। অন্তত ক্রিকেট যে ভদ্রলোকেরই খেলা তা যেন তামিমের এই আচরণের মধ্য দিয়েই প্রমাণিত হলো আরো একবার। 



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার প্রতিনিধি হয়ে আসা কোচ সালাউদ্দিন তামিমের এই আচরণের প্রশংসা করে বলেন, 'তামিম দৃষ্টান্ত রেখেছেন। কুপার আউট হয়েছিল আমরা চাইলে তাকে না ফেরালেও পারতাম। কিন্তু এই জায়গায় তামিম ভালো উদাহরণ রাখলেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball