চলতি বছর নভেম্বরে আবারও মাঠে গড়াচ্ছে নেপালের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এই ফ্যাঞ্চাইজি লিগে প্রায় প্রতিটি দলেই থাকেন একাধিক তারকা বিদেশি ক্রিকেটার। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিভনারায়ন চন্দরপলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জানাকপুর বোল্টস।
সোমবার প্রধান কোচ হিসেবে চন্দরপলের নাম ঘোষণা করেছে ফ্যাঞ্চাইজিটি। তার সঙ্গে লম্বা সময়ের চুক্তি করছে ফ্র্যাঞ্চাইজিটি। মূলত নেপালের স্থানীয় ক্রিকেটারদের জন্য ভালো একটি সংস্কৃতি গড়তেই চন্দরপলকে কাজে লাগাতে চায় জানাকপুর।
চন্দরপল স্থলাভিষিক্ত হয়েছেন পুবুদু দাসানায়েকের। টুর্নামেন্টের প্রথম মৌসুমেই তিনি জানাগপুরের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি আশাবাদী চন্দরপলের অধীনে শিরোপা ধরে রাখার সঙ্গে দলটির দীর্ঘমেয়াদী সফলতার একটি মজবুত ভিত্তিও গড়ে তুলবেন।
চন্দরপলকে কিংবদন্তীতুল্য ধরা হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। এক সময় সাদা পোশাকে দলটির অন্যতম ভরসার নাম ছিলেন চন্দরপল। তবে সীমিত ওভারের ক্রিকেটেও সমান কার্যকরী ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ২০ হাজারের বেশি রান আছে। এর মধ্যে টেস্টে ১ হাজার ৮৬৭ রান এবং ওয়ানডেরে ৮ হাজার ৭৭৮ রান রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর থেকে কোচিংয়েই মনোনিবেশ করেন চন্দরপল। তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াহস কোচ হিসেবে কাজ করেছেন এবং এমনকি যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) দ্বিতীয় আসর আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারও সেখানে মোট আটটি দল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। এর আগে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট মাঠকে প্রস্তুত করা হচ্ছে টুর্নামেন্টটির জন্য।