ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত রংপুরের খেলা

ছবি: গ্লোবাল সুপার লিগ

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ইনিংসের প্রথম ওভারেই আঙ্গুশকে উড়িয়ে মারার চেষ্টায় নিজের উইকেট দিয়ে গেছেন সৌম্য সরকার। বাঁহাতি ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও ফিরেছেন দ্রুতই।
হেটমায়ার ঝড়ে জিএসএলের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা
১৫ ঘন্টা আগে
জেইডেন লেনক্সের বলে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগ ক্যাচ দিয়েছেন ১২ বলে ৫ রান করা এই ব্যাটার। তাদের দুজনকে হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। ৪.৪ ওভারের সময় বৃষ্টি হানা দিলে ম্যাচের প্রতি ইনিংসের দৈর্ঘ্য ১৪ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে দ্রুত রান তোলার চেষ্টা করেন মাহিদুল ও সাইফ।
কয়েকটি বাউন্ডারি মারলেও সেটা করতে গিয়ে আউট হয়েছেন দুজনই। ব্লেইর টিকনারের ফুলার লেংথ ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টায় ২০ বলে ২৫ রান করে বোল্ড হয়েছেন মাহিদুল। পরের ওভারে ফিরেছেন সাইফও। আঙ্গুশের বলে ২৫ রান করে আউট হয়েছেন তিনি। একটু পর আউট হয়েছেন নুরুল হাসান সোহানও।

সাকিবের দুবাইকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর
১৬ জুলাই ২৫
টিকনারের শর্ট ডেলিভারিতে পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে ৫ রানে আউট হয়েছেন। দারুণ ছন্দে থাকা ইফতিখার আহমেদও সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ৩ রানে। শেষের দিকে সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়াসির আলী রাব্বিরা। ফলে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। সেন্ট্রালের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আঙ্গুশ, টিকনার ও লেনক্স।
নিজেদের প্রথম ম্যাচেই গায়ানা অ্যামাজনকে হারায় রংপুর। পরের ম্যাচে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরা জয় পেয়েছে মাত্র ১ রানে। তৃতীয় ম্যাচে দুবাই ক্যাপিটালসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে রংপুর। বাংলাদেশ সময় ১৯ জুলাই ভোর ৫ টায় স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে খেলতে নামবেন সোহানরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রাইডার্স— ৭৯/১০ (১৩.৫ ওভার) (সৌম্য ০, ইব্রাহিম ৫, সাইফ ২৫, অঙ্কন ২৫; লেনক্স ৩/৬, আঙ্গুশ ৩/১৩, টিকনার ৩/১৭)