promotional_ad

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন ওমরজাই

ফাইল ছবি
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে রংপুরের রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ছিলেন না আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েছেন ওমরজাই। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

promotional_ad

২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের হয়ে খেলেছিলেন ওমরজাই। সেই মৌসুমে ১১ ম্যাচে ব্যাটিংয়ে ৯৮ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। এমন পারফরম্যান্সে ২০২৪ বিপিএলেও রংপুরের জার্সিতেই খেলেছিলেন তিনি। সেবার ৫ উইকেট নেয়া পেস বোলিং অলরাউন্ডার ১৪৫.৬৩ স্ট্রাইক রেটে ১৫০ রান করেছিলেন ৭ ম্যাচে। তবে পরের আসরে রংপুরের হয়ে বিপিএল খেলতে আসেননি।


আরো পড়ুন

দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি রংপুর

২৯ জুন ২৫
ফাইল ছবি

চলতি বছর বিপিএলের পরিবর্তে এমআই কেপটাউনের হয়ে সাউথ আফ্রিকার এসএ২০ লিগে খেলেছিলেন। বিপিএলে না হলেও রংপুরের জার্সিতে ওমরজাই ফিরেছেন গ্লোবাল সুপার লিগে। ওমরজাই ছাড়াও রংপুরের হয়ে খেলবেন খেলবেন কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফের মতো বিদেশি ক্রিকেটাররা।


promotional_ad

অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে আছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি এবং খালেদ আহমেদ। রংপুরের পাশাপাশি নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়েছে হোবার্ট হারিকেন্সও। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন উসামা মীর, ভানুকা রাজাপাকশে ও ফ্যাবিয়েন অ্যালেন।


আরো পড়ুন

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ

১২ জুন ২৫
রশিদ খান, ফাইল ফটো

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে খেলবেন সাকিব আল হাসানও। বাংলাদেশের সাবেক অধিনায়ককে দেখা যাবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের জার্সিতে। যদিও রংপুরের হয়ে খেলার কথা ছিল সাকিবের। তবে স্কোয়াডে শামসি ও হারমিতের মতো দুজন বাঁহাতি স্পিনার থাকায় তাকে দলে নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ জুলাই শুরু হওয়া জিএসএলের ফাইনাল হবে ১৮ জুলাই।


রংপুর রাইডার্স— নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে, আজমতউল্লাহ ওমরজাই এবং খালেদ আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball