গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন মায়ার্স-ওমরজাই-শামসি

ফ্র্যাঞ্চাইজি লিগ
গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন মায়ার্স-ওমরজাই-শামসি
তাবরাইজ শামসি, আজমতউল্লাহ ওমরজাই ও কাইল মায়ার্স (বাম থেকে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় আসরেও খেলবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদের মধ্যে তিনজন হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

দলটিতে খেলবেন ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ ও হারমিত সিংয়ের মতো ক্রিকেটাররাও। এমনকি আরো দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে রংপুর। যদিও গ্লোবাল সুপার লিগের সময় বাংলাদেশ দলের সিরিজ থাকার কারণে নিজেদের দেশীয় ক্রিকেটারদের এখনো নিশ্চিত করতে পারেনি দলটি।

ইশতিয়াক বলেন, 'শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকার কারণে আমরা দেশি ক্রিকেটারদের এখনও দলে নিশ্চিত করতে পারিনি। তবে আমরা পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছি। আরো দুজনের সাথে কথা বলছি।'

'আমরা কাইল মায়ার্স, আজমতউল্লাহ ওমরজাই, তাবরাইজ শামসি, ইফতেখার, আকিফ জাভেদ, হারমিত সিং এদের সাইন করিয়েছি। আরো দুই-চারজনের সাথে আমাদের আলোচনা চলছে।'

ইতোমধ্যেই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৪ জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে দলটি।

২০২৫ আসরের ফরম্যাটেও বড় কোনো পরিবর্তন আসেনি। প্রথম আসরের মতো এবারও কোনো প্লে-অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

রংপুর রাইডার্স এবারের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে। সৌম্য সরকার এবং কামরুল ইসলাম রাব্বি ছিলেন সেবারের সেরা পারফর্মারদের মধ্যে।

সূচি অনুযায়ী, প্রতিটি ম্যাচের ভেন্যু, সময়সূচি ও সম্প্রচার তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা। এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেনস, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।

আরো পড়ুন: কাইল মায়ার্স