রেকর্ড গড়া টুর্নামেন্ট কাটিয়ে পিএসএলে দল পেলেন ফারহান

ছবি: ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেঞ্চুরির পর শাহিবজাদা ফারহান

এর মধ্যে দুটি ইনিংসে করেছেন যথারকমে ১৬২ ও ১৪৮। এমন পারফরম্যান্সের পরই এবার সুখবর পেলেন ফারহান। ইসলামাবাদ ইউনাইটেড এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাটারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
২৯ মার্চ ২৫
তারা বিবৃতিতে বলেছে, ‘আমাদের স্কোয়াডের ২০তম সদস্য হিসেবে শাহিবজাদা ফারহানের নাম ঘোষণায় আমরা আনন্দিত।'
গত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের এবারের আসরের নিলাম। সেখানে কেউই আগ্রহ দেখায়নি এই ব্যাটারকে নিয়ে। ফলে অবিক্রিতই ছিলেন তিনি। এবার ব্যাট হাতে পারফর্ম করে সুখবর পেলেন গারহান

সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে ফারহান। এর আগেও ইসলামাবাদের হয়ে পিএসএলে খেলেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। এমনকি দ্বিতীয় আসরে তাদের শিরোপা জয়েও ফারহানের বড় ভূমিকা ছিল।
ইসলামাবাদ আরও বলেছে, ‘পিএসএলের দ্বিতীয় আসরে ইউনাইটেডকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। সম্প্রতি ন্যাশনাল টি২০ কাপ এবং ঘরোয়া ক্রিকেটে তার সবমিলিয়ে পারফরম্যান্স আবারও তার সঙ্গে পিএসএল কর্তৃপক্ষকে যোগাযোগে বাধ্য করেছে।’
আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের। রাওয়ালপিন্ডিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের এবারের আসর।