বিপিএলের ধারাভাষ্য প্যানেলে মরিসন
ছবি: ধারাভাষ্য দিতে আবারও বিপিএলে আসছেন ড্যানি মরিসন
আইপিএল, সিপিএল, পিএসএলের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করার অভিজ্ঞতা আছে মরিসনের। লম্বা সময়ের বিরতি দিয়ে আরও একবার বাংলাদেশে আসতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। বিপিএলের আগামী মৌসুমে ধারাভাষ্য প্যানেলে থাকবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মরিসনের আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একজন মার্টিন ক্রো এবং মরিসনের ধারাভাষ্যের জীবন
২১ জানুয়ারি ২৫বিপিএলে ধারাভাষ্য দিতে মুখিয়ে থাকা মরিসন এক ভিডিওতে বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আমি আসছি। আপনাদের সবার সঙ্গে দেখা হবে ২০২৫ বিপিএলে। আমার আসতে তর সইছে না। ঢাকার ভক্তদের আবেগ, সৌন্দর্যমন্ডিত সিলেট ও চট্টগ্রামের সৌন্দর্য ভোলার মতো নয়। আসুন উদযাপন করি বিপিএল ও ইউথ ফেস্টিভাল। শ্রীঘ্রই দেখা হচ্ছে।’
বাংলাদেশের জনপ্রিয় টুর্নামেন্টের গত মৌসুমে ধারাভাষ্য দিতে এসেছিলেন রমিজ রাজা ও আমের সোহেল। পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার আবারও আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে মরিসনের পাশাপাশি ধারাভাষ্য প্যানেলের আরও কয়েকজন নিশ্চিত হয়েছেন। যদিও বাকিদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিসিবি। তবে আগামী কয়েকদিনের মাঝে তা প্রকাশ করতে পারে।
বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বেশ কয়েকজন ধারাভাষ্যকারের আসার কথা নিশ্চিত করেছে। গত মৌসুমের মতো এবারও বিপিএলে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের স্যার কার্টলি অ্যামব্রোস, সাউথ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান। ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট বিপিএলে আসার কথা ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন নিজেই। আরও বেশ কয়েকজন বিদেশি ধারাভাষ্যকারের সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।
বিদেশিদের পাশাপাশি বাংলাদেশেরও কয়েকজন থাকবেন ধারাভাষ্যকার প্যানেলে। আতহার আলী, শামীম আশরাফ চৌধুরিরা থাকছেন অনুমেয়ভাবেই। গতবারের মতো তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাভাষ্য দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তারা দুজন। তরুণ এই দুই ধারাভাষ্যকারের উপর তাই বিশ্বাস রেখেছে বিপিএলের আয়োজকরা।