শেষ পর্যন্ত টেনিস বলের টুর্নামেন্টে আসিফ!

ছবি:

দুবাইয়ে টেনিস বলের টুর্নামেন্ট টেন-পিএলের মধ্যদিয়ে মাঠে ফিরছেন পাকিস্তানি সাবেক পেসার মোহাম্মদ আসিফ। আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ হবে টেন-পিএল টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
মোট ১৬টি দল অংশগ্রহণ করবে এই আসরে। আসন্ন টুর্নামেন্টে শাহেনশাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন এই পাকিস্তানি। আসিফ ছাড়াও এই টুর্নামেন্টে খেলছেন সাবেক পাকিস্তানি ওপেনার ইমরান নাজির।
এছাড়াও খেলছেন শ্রীলঙ্কান থিলান থুসারা ও চামারা সিলভা। আর এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াসিম আকরাম। আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে আসিফ জানিয়েছেন,
'ছোট বেলায় পাকিস্তানের বিভিন্ন রাস্তায় টেনিস বলে খেলেই আমি বড় হয়েছি, তাই এমন খেলা আমার জন্য নতুন কিছু নয়। তবে আসন্ন টুর্নামেন্টটি আমি অনেক আগ্রহের সাথেই নিচ্ছি, এখান থেকেও আমি অনেক কিছু শিখতে চাই।'
উল্লেখ্য, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য বহিষ্কৃত হন আসিফ। নিষেধাজ্ঞা ও কারাভোগ শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও, জাতীয় দলে ডাক আসেনি তার।

এমনকি চলমান পাকিস্তান সুপার লীগেও (পিএসএল) জায়গা হয়নি এই পেসারের। জাতীয় দলের জার্সিতে ডান হাতি এই পেসার এখন পর্যন্ত ২৩টি টেষ্ট, ৩৮টি ওয়ানডে এবং ১১টি টি-টুয়েন্টি খেলেছেন।