পিএসএলে যেমন ছিলেন লাল-সবুজ প্রতিনিধিরা

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন চার জন ক্রিকেটার। এরা হলেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। সাকিব আল হাসান ইনজুরিতে পরায় তার বদলে পেশোয়ারে খেলেছেন সাব্বির।
এদের মধ্যে কেবল তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমানই সর্বোচ্চ পাঁচটি ম্যাচে খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান মাঠে নেমেছেন দুইটি ম্যাচে।
পেশোয়ার জালমির হয়ে খেলা পাঁচটি ম্যাচে তামিমের রান যথাক্রমে ১১,৩৯,১১,৩৬ এবং ৩৭*। কোনো ফিফটি না থাকলেও ৩৩.৫০ গড়ে এবং ১০৭.২০ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেছেন তামিম। চার মেরেছেন ১৩ টি এবং ছক্কা হাঁকিয়েছেন তিনটি।

আসরের দুর্বল দল লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচে চার উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসরে একটি মেডেন আদায় করা মুস্তাফিজুরের ইকোনমি রেট ছিল ৬.৪৩।
এদিকে দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সাব্বির পিএসএলে পেশোয়ারের হয়ে খেলেছেন দুইটি ম্যাচ। একটিতে ব্যাট করতে না নামলেও আরেকটি ম্যাচে ১১ রান করেন তিনি।
এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ দুইটি ম্যাচের একটিতে ব্যাট-বল কোনোটা না করলেও আরেকটি ম্যাচে ব্যাট হাতে ১৫ রান ও বল হাতে ছয়রান দিয়েছেন।
প্রসঙ্গত, যেহেতু ৬ই মার্চ নিদাহাস ট্রফি শুরু হচ্ছে, সেই উপলক্ষে দুবাই ছেড়ে দেশে চলে আসার কথা বাংলাদেশী ক্রিকেটারদের। আর সেক্ষেত্রে পিএসএলের এবারের আসরে আর কোনো ম্যাচ খেলার সম্ভাবনা নেই কোনো বাংলাদেশীর।