পিএসএল শেষ খুলনা টাইটান্স তারকার

ঘরোয়া
পিএসএল শেষ খুলনা টাইটান্স তারকার
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

এবারের পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলা হচ্ছেনা উইন্ডিজ পেসার জোফরা আর্চারের। সাইড স্ট্রেইন ইনজুরিতে পরায় পুরো আসর খেলতে পারবেন না তিনি।

গেলো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটান্সের হয়ে খেলে যাওয়া আর্চার পিএসএলেও ভালো পারফর্মেন্স করছিলেন। যদিও চারটি ম্যাচেই খেলেননি তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে শুরুর দুই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৩০ রানের বিনিময়ে দুই উইকেট এবং ২৩ রানের বিনিময়ে তিন উইকেট। 

আর তার জায়গায় কোয়েটা দলে ভিড়িয়েছে অজি পেসার লাফলিনকে। দলের সঙ্গে যোগ দিতে ইতিমধ্যেই দুবাইতে পৌঁছে গেছেন অজি পেসার লাফলিন। তবে কোয়েটার ৩রা মার্চের ম্যাচে আর্চারের জায়গায় দেখা যাচ্ছে জন হেস্টিংস।

এদিকে পিএসএলে আর না খেললেও আর্চার আইপিএলে খেলবেন কিনা তা এখনো জানা যায়নি। এবারের আইপিএলে রাজস্থান রয়ালস ফ্রেঞ্চাইজি দলে ভিড়িয়েছে আর্চারকে। 

আরো পড়ুন: this topic