টসে হেরে ব্যাটিংয়ে মাহমুদুল্লাহরা

পিএসএল ২০১৮
তামজিদুর রহমান
তামজিদুর রহমান

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চলমান আসরে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ তাদের প্রতিপক্ষ শোয়েব মালিকের মুলতান সুলতানস। 

ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুলতান অধিনায়ক শোয়েব মালিক। বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থতে অবস্থান করছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজকের ম্যাচে জয় পেলে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে পারবে তারা। 

অপরদিকে করাচি কিংসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় আজকের ম্যাচে জয় পেতে উদগ্রীব থাকবে মুলতান সুলতানস দলটিও। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান শোয়েব মালিকের দলটির।

উল্লেখ্য কোয়েটা দলটিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আজকের একাদশে তিনি আছেন কিনা তা এখনও জানা যায়নি। 

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াড-

সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।