তামিম-মুস্তাফিজদের সম্ভাব্য একাদশ

ছবি:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) রাতের ম্যাচে তামিম ইকবালের পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এই ম্যাচ। ম্যাচটিতে মাঠে নামা অনেকটাই নিশ্চিত টাইগার ওপেনার তামিম ইকবালের। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে তার রান সংখ্যা যথাক্রমে ১১,৩৯,১১,৩৬।
আর এই ম্যাচে খেলেই দেশে ফিরবেন তিনি। কেননা খুব দ্রুত নিদাহাস ট্রফিতে অংশ নিতে দেশ ছাড়বে টাইগাররা। একইসাথে গত ম্যাচের পর এই ম্যাচেও খেলতে পারেন দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সাব্বির রহমান।

তবে এই ম্যাচে কিছুটা হলেও অনিশ্চিত মুস্তাফিজুর রহমানের মাঠে নামা। কেননা গেল ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে চার ওভারে ৩৯ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন তিনি।
এছাড়াও দলকে হারিয়েছেন সুপার ওভারে এসে। আর তাই এই ম্যাচে নাও খেলতে পারেন মুস্তাফিজুর। আবার এর আগের ম্যাচগুলোতে ভালো করায় মাঠে নামতেও পারেন তিনি। কেননা শনিবারের ম্যাচের পর তামিমদের সঙ্গে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন তিনিও।
পেশোয়ার জালমি একাদশ (সম্ভাব্য) তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সাব্বির রহমান, খালিদ উসমান, ডোয়াইন স্মিথ, সামিন গুল, উমেইদ আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আসগর।
লাহোর কালান্দার্স একাদশ (সম্ভাব্য)- ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, সুনিল নারিন, দীনেশ রামদিন, আঘা সালমান, সোহেল আখতার, ইয়াসির শাহ, মুস্তাফিজুর রহমান, সোহেল খান, উমর আকমল, সালমান ইরশাদ।