রাতে তামিমদের বিপক্ষে নামছেন মুস্তাফিজরা

ছবি:

দুবাইয়ের শারজাহতে পাকিস্তান সুপার লীগের ১৪ তম ম্যাচে শনিবার (৩রা মার্চ) রাতে মুখোমুখি হবে পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এই ম্যাচ।
পেশোয়ার জালমির হয়ে খেলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। অপরদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
তবে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই দুই দলের কোনো দল। চার ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের চার নম্বর স্থানে আছে পেশোয়ার। লাহোরের অবস্থা আরও খারাপ।

এখনো এই আসরে জয়ের দেখা পায়নি ব্রেন্ডন ম্যাককালামের দল। এদিকে শনিবারের ম্যাচ শেষেই দেশে ফিরবেন তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান।
পেশোয়ার জালমি: ড্যারেন স্যামি (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, সাব্বির রহমান, কামরান আকমল, আন্দ্রে ফ্লেচার, রিকি উইসেলস, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, হারিস সোহেল, ক্রিস জর্ডান, খুশদিল শাহ, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, লিয়াম ডসন, হাম্মাদ আযম, সাদ নাসিম, তৈমুর সুলতান, উমাইদ আসিফ, সামিন গুল ও ইবতিসাম শেখ।
লাহোর কালান্দার্স: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), উমর আকমল, সুনিল নারাইন, মোস্তাফিজুর রহমান, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ