বোলিংয়ে মুস্তাফিজরা

ছবি:

চলমান পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আসরে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। ৩ ম্যাচের মধ্যে ৩টিতেই পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে তারা। ফলে অনেকটাই কোণঠাসা অবস্থার মধ্যে রয়েছে দলটি।
সেই অবস্থায় থেকেই আজ নিজেদের চতুর্থ ম্যাচে মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে লাহোর। এদিকে বৃষ্টির কারণে ৩০ মিনিট পর টস সম্পন্ন হয়েছে এবং এই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোর অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।
উল্লেখ্য লাহোর কালান্দার্স দলটির হয়ে প্রথম তিন ম্যাচেই খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

লাহোর কালান্দার্স স্কোয়াড-
ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), আমির ইয়ামিন, বিলাল আসিফ, বিলাওয়াল ভাট্টি, ক্যামেরন ডেলপোর্ট, অ্যান্টন ডেভকিচ, ফখর জামান, গুলাম মুদাসসের, গুলরাইজ সাদাফ, ইমরান খান, ক্রিস লিন, মিচেল ম্যাকক্লেনেগান, মুস্তাফিজুর রহমান, সুনিন নারিন, দীনেশ রামদিন, রাজা হাসান, সালমান ইরশাদ, শাহেন শাহ আফ্রিদি, সোহেল আখতার, সোহেল খান, উমর আকমল, ইয়াসির শাহ।
ইসলামাবাদ ইউনাইটেড স্কোয়াড-
আমাদ বাট, মিসবাহ উল হক (অধিনায়ক), আসিফ আলি, স্যামুয়েল বদ্রি, স্যাম বিলিংস, জেপি ডুমিনি, ফাহিম আশরাফ, স্টিফেন ফিন, অ্যালেক্স হেলস, হুসেইন তালাত, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সামি, সামিত প্যাটেল, রোহেইল নাজির, লুক রঙ্কি, রুম্মান রাইস, আন্দ্রে রাসেল, শাহেবজাদা ফারহান, শাদাব খান, চ্যাডউইক ওয়ালটন, জাফর গোহার।