ইসলামাবাদের বিপক্ষে মাহমুদুল্লাহদের দাপুটে জয়

ছবি:

পাকিস্তান সুপার লীগের নবম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
আগে ব্যাট করে ইসলামাবাদের ইউনেইটেড নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের মাঝারি পুঁজি পেয়েছে। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মাহমুদুল্লাহর কোয়েটা গ্লাডিয়েটর্সের।
তারা দলীয় ৩১ রানে ওপেনার শেন ওয়াটসনের উইকেট হারায়। এই অজি ওপেনার ১৩ রান করে স্টিভেন ফিনের বলে রুম্মন রইসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তারপর উমর আমিনও মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে আউট হয়েছেন মাত্র ৬ রান করে।
ওপেনার আসাদ শফিক ২২ রান করে ফিনের দ্বিতীয় শিকার হয়েছেন বোল্ড হয়ে। ৪৮ রান করে পিটারসেন ফিনের তৃতীয় শিকার হয়েছেন আসিফ আলীর হাতে ক্যাচ দিয়ে।
তারপর মোহাম্মদ নেওয়াজ ২১ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ইসলামাবাদের দেয়া ১৩৪ রানের লক্ষ্য ১৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় কোয়েটা।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোয়েটা অধিনায়ক সরফরাজ আহমেদ। এরপর ব্যাটিংয়ে নেমেই বিপদের মুখে পড়ে মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেড।

মাত্র ১৩ রানের মাথায় ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন আনোয়ার আলি। ৮ রান করে ওয়ালটন ফিরে গেলে তিন নম্বরে নামা আসিফ আলিকে বেশীক্ষণ টিকতে দেননি কোয়েটার বাঁহাতি মিডিয়াম পেসার রাহাত আলি।
আসিফের ষ্ট্যাম্প গুঁড়িয়ে দিয়ে তাঁকে সাজঘরে ফেরত পাঠান দলীয় ২৫ রানের সময়। এরপর লুক রঙ্কি এবং জেপি ডুমিনির ৪১ রানের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছিলো ইসলামাবাদ। কিন্তু তা স্থায়ী হতে দেননি হাসান খান।
দারুণ খেলতে থাকা কিউই ওপেনার রঙ্কিকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। ১ ছয় এবং ৭ চারের সাহায্যে মাত্র ২৬ বলে ৪৩ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন রঙ্কি। তারপর দলীয় ৯৩ রানে জেপি ডুমিনির উইকেট হারায় ইসলামাবাদ।
ডুমিনি ১৪ রান করে হ্যাস্টিংসের বলে মোহাম্মদ নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন । ২২ রান করা ইসলাবাদ অধিনায়ক মিসবাহকে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শেন ওয়াটসন।
তারপর ফাহিম আশরাফ ও শাদাব খান রান আউট হয়ে সাজঘরে ফিরলে ইসলামাবাদের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রানে দাঁড়ায়। হুসাইন তালাত শেষ পর্যন্ত ৯ রানে অপরাজিত থাকেন।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশঃ
আসাদ শফিক, শেন ওয়াটসন, উমর আমিন, কেভিন পিটারসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), জন হেস্টিংস, মোহাম্মদ নেওয়াজ, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি।
ইসলামাবাদ ইউনাইটেড একাদশঃ
লুক রঙ্কি, চ্যাডউইক ওয়ালটন, আসিফ আলি, মিসবাহ উল হক (অধিনায়ক), জেপি ডুমিনি, হুসেইন তালাত, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ সামি, রুম্মান রাইস, স্টিভেন ফিন।