রাতে মাঠে নামছে মাহমুদুল্লাহর কোয়েটা

ঘরোয়া
রাতে মাঠে নামছে মাহমুদুল্লাহর কোয়েটা
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

দুবাইয়ের শারজাহতে পাকিস্তান সুপার লীগের নবম ম্যাচে বুধবার (২৮ই ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এই ম্যাচ। 

এদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের স্কোয়াডে থাকলেও এখনো একটি ম্যাচেও খেলা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। এই ম্যাচে হয়তো মাঠে নামতে পারেন তিনি। তার জায়গায় খেলেছেন প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো।

পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে রিয়াদের কোয়েটার। দুই ম্যাচে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তারা। অবশ্য সমান ম্যাচ আর সমান জয় নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় পাঁচ নম্বরে আছে ইসলামাবাদ।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।

ইসলামাবাদ ইউনাইটেড: মিসবাহ-উল-হক, মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুম্মন রইস, শাদাব খান, লুক রনকি (অধিনায়ক), ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, স্যামুয়েল বদ্রি, অ্যালেক্স হেলস, স্টিভেন ফিন, সামিট প্যাটেল, ইফতিখার আহমেদ, আমাদ ভাট, আসিফ আলি, জাফর গোহার, শাহিবজাদা ফারহান, রোহেইল নাজির ও হুসাইন তালাত।

ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ

আরো পড়ুন: this topic