অবিশ্বাস্য ক্যাচে ইনগ্রামকে ফেরালেন উমর আকমল

ছবি:

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আজ চলমান পাকিস্তান সুপার লীগের (পিএসএল) অষ্টম ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স।বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম।
তবে এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৬ রানের মাথায় ওপেনার জো ডেনলিকে ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন লাহোরের স্পিনার ইয়াসির শাহ। ২৮ রান করে সুনিল নারিনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ডেনলিকে।
এরপর নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই একেবারে প্রথম বলে বাবর আজমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ দলের পেস তারকা মুস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, সেই ওভারটি উইকেট মেইডেন নিয়েও শেষ করেন তিনি।
মুস্তাফিজের পর করাচি শিবিরে আঘাত হানেন ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারিন। আরেক ওপেনার খুররম মনজুরকে (৮) দলীয় ৩৬ রানের মাথায় উমর আকমলের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি।
তবে এরপর কলিন ইনগ্রাম এবং রবি বোপারার ৫০ রানের জুটিতে বিপদ কাটিয়ে উঠতে থাকে করাচি। কিন্তু নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ইনগ্রামকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভেঙ্গে দেন ইয়াসির শাহ।

ইয়াসিরের করা ১৩ তম ওভারের পঞ্চম বলটি ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতেই চেয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান ইনগ্রাম। কিন্তু সেটি সম্ভব হয়নি শাহেন শাহ আফ্রিদির কারণে।
বাউন্ডারির একেবারে দ্বারপ্রান্তে ভলিবল খেলোয়াড়দের মতো ঝাঁপ দিয়ে বাইরে চলে যাওয়া বলটিকে মাঠের ভিতরে সরিয়ে দেন তিনি। এরপর বলটি সহজেই লুফে নেন উমর আকমল। আর এরই সাথে শেষ হয় ইনগ্রামের ২৯ বলে ২৮ রানের ইনিংসটি।
ইনগ্রাম ফিরে গেলে নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও টিকতে পারেননি বেশীক্ষণ। মাত্র ১ রান করে সুনিল নারিনের দুর্দান্ত একটি ক্যারম বলে ম্যাককালামের হাতে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি।
ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত করাচি কিংসের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ৯৫ রান (১৫ ওভার)। ক্রিজে ২৭ রান নিয়ে বোপারা এবং ২ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক ইমাদ ওয়াসিম।
করাচি কিংস একাদশ-
জো ডেনলি, খুররম মনজুর, বাবর আজম, কলিন ইনগ্রাম, রবি বোপারা, মোহাম্মদ রিজওয়ান, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম (অধিনায়ক), উসমান সিনওয়ারি, মোহাম্মদ ইরফান, টাইমাল মিলস।
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, দীনেশ রামদিন, উমর আকমল, আঘা সালমান, সুনিল নারিন, সোহেল আখতার, সোহেল খান, ইয়াসির শাহ, শাহেন শাহ আফ্রিদি, মুস্তাফিজুর রহমান।