লো স্কোরিং ম্যাচে শেষ হাসি রঞ্চি-রাসেলদের

ছবি:

দুবাইতে পিএসএলের ষষ্ঠ ম্যাচে শোয়েব মালিকের মুলতান সুলতান্সকে পাঁচ উইকেটে হারিয়েছে লুক রঞ্চির ইসলামাবাদ ইউনাইটেড। শুরুতে অবশ্য টসেও জিতেছিল ইসলামাবাদ।
মুলতানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় তারা। মাত্র ৩১ রানেই চার উইকেট পরা মুলতানের হাল ধরেন অধিনায়ক মালিক (৩৬ বলে ৩৫) এবং কাইরন পোলার্ড (১৯ বলে তিনটি চার এবং একটি ছক্কায় ২৮)।
তবে ৯৫ রানের মধ্যে এই দুজনও ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে মুলতান এর ব্যাটিং লাইনআপ। ইসলামাবাদের হয়ে তিনটি উইকেট নেন রুম্মান রাইস, দুটি করে উইকেট নেন মোহাম্মদ সামি এবং আন্দ্রে রাসেল।

১১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও স্বস্তিতে ছিলনা ইসলামাবাদ। মাত্র ৬৩ রানেই পাঁচ উইকেট হারায় তারা। এরপরে কোনো অঘটন ঘটতে দেননি হুসাইন তালাত (৩৪ বলে ৪৮*) এবং ফাহিম আশরাফ (২০ বলে ১২*)।
দুইজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ। মুলতানের বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন দলের প্রোটিয়া রিক্রুট ইমরান তাহির।