মুস্তাফিজদের বিপক্ষে অনিশ্চিত রিয়াদ

ঘরোয়া
মুস্তাফিজদের বিপক্ষে অনিশ্চিত রিয়াদ
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

পাকিস্তান সুপার লীগের দিনের (২৪ই ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।

বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কেননা আসরে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলেছেন মুস্তাফিজ।

চার ওভার করে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন তিনি। সেই ম্যাচে লাহোর হারলেও সহজাত প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজ। আর তাই শনিবারের ম্যাচেও থাকবেন তিনি।

তবে লাহোরের একাদশে মুস্তাফিজ নিশ্চিত হলেও কোয়েটার একাদশে অনিশ্চিত মাহমুদুল্লাহ রিয়াদ। কেননা রিয়াদের পরিবর্তে খেলা শেন ওয়াটসন আগের ম্যাচে ২২ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট।

অবশ্য ব্যাট হাতে সফল হননি ওয়াটসন। ওপেন করতে নেমে মাত্র এক রান করেই বিদায় নেন তিনি। এছাড়া কোয়েটার আরেক বিদেশী রাইলি রুশোও মিডল অর্ডারে সফল হননি।

এমনকি ব্যর্থ ছিলেন কেভিন পিটারসেনের মতো তারকা ক্রিকেটারও। তাই মাহমুদুল্লাহ রিয়াদের খেলার সম্ভাবনা কিছুটা হলেও আছে। কেননা তিনি দলে থাকলে দুই-চার ওভার বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও ভরসা পাবে দল।   

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (সম্ভাব্য একাদশ)- উমর আমিন, শেন ওয়াটসন,  আসাদ শফিক,   কেভিন পিটারসেন, রাইলি রুশো / মাহমুদুল্লাহ রিয়াদ,  সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জফ্রা আর্চার, আনোয়ার আলী, হাসান খান, রাহাত আলী।

লাহোর কালান্দার্স (সম্ভাব্য একাদশ)- ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি।

আরো পড়ুন: this topic