তামিমের দিকে তাকিয়ে পেশোয়ার

ছবি:

পাকিস্তান সুপার লীগের দিনের (২৪ই ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের পেশোয়ার জালমি এবং মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেড।
বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এটাই আসরের দ্বিতীয় ম্যাচ তামিমদের। আর এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে তামিমরা; কেননা আসরের প্রথম ম্যাচে জয় পায়নি তারা।
আর এই ম্যাচে একাদশে থাকা অনেকটাই নিশ্চিত টাইগার ওপেনার তামিম ইকবালের। আসরের শুরুর ম্যাচে ১১ বলে ১১ রান করে আউট হয়েছিলেন তিনি। আর তাই দ্বিতীয় ম্যাচে তার কাছ থেকে আরও ভাল কিছু আশা করবে দল।

একাদশে তামিম থাকার আরেকটি কারন পেশোয়ার দলে পাকিস্তানি কোনো ওপেনার নেই। কামরান আকমল অবশ্য আছেন। আর তামিমের সঙ্গে ডান হাতি-বাঁহাতি জুটিতেই তাকে দেখা যায়।
এছাড়াও পেশোয়ার স্কোয়াডের আরেক ওপেনার ডোয়াইন স্মিথ। দলীয় কম্বিনেশনে চার নম্বরে নামবেন তিনি। এছাড়া চার বিদেশির কোটায় আরও খেলবেন অধিনায়ক ড্যারেন স্যামি এবং ক্রিস জর্ডান।
এদিকে এই ম্যাচে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ সাব্বির রহমানের। দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হওয়া সাব্বিরকে ছাড়াই পেশোয়ার দলটি যথেষ্ট পরিনত। মোহাম্মদ হাফিজ, হারিস সোহেলদের মত ক্রিকেটারও আছে এই দলে।
পেশোয়ার একাদশ (সম্ভাব্য)-- তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ