promotional_ad

মুখোমুখি মাহমুদুল্লাহ-মুস্তাফিজ

promotional_ad

দুবাইতে পাকিস্তান সুপার লীগের পঞ্চম ম্যাচে শনিবার (২৪ই ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে এই ম্যাচ। 


লাহোর কালান্দার্স দলে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ২৩ই ফেব্রুয়ারি আসরে লাহোরের প্রথম ম্যাচেও দলে ছিলেন তিনি। ম্যাচটিতে দল হারলেও নিজের সহজাত প্রতিভার জানান ঠিকই দিয়েছিলেন মুস্তাফিজ। 


চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছিলেন দুইটি উইকেট। তবে মুস্তাফিজুর রহমান আসরে নিজেদের প্রথম ম্যাচটিতে খেললেও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম ম্যাচটিতে খেলা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।



promotional_ad

তার জায়গায় নেমেছিলেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। সেই ম্যাচে ২২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে জায়গা অনেকটাই পাকাপোক্ত করে রেখেছেন ওয়াটসন।


তাই এই ম্যাচেও না খেলে থাকতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে মুস্তাফিজুরের দলের মত মাহমুদুল্লাহর দলও আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি।


কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।



লাহোর কালান্দার্স: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), উমর আকমল, সুনিল নারাইন, মুস্তাফিজুর রহমান, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর।


ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball