promotional_ad

পিএসএলের অভিষেকেই বল হাতে মুস্তাফিজের ঝলক

promotional_ad

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নেমেছিলো শোয়েব মালিকের মুলতান সুলতানস এবং ব্র্যান্ডন ম্যাককালামের লাহোর কালান্দার্স। 


আর এই ম্যাচে টসে জিতে শোয়েব মালিকের দলটিকে ব্যাটিংয়ে পাঠান কালান্দার্স অধিনায়ক ম্যাককালাম। এরপর ব্যাটিংয়ে নেমে লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারার ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড়া করায় মুলতান সুলতানস। 


সাঙ্গাকারা মাত্র ৪৪ বলে ৩ ছয় এবং ৫ চারের সাহায্যে ৬৩ রান করেন। ২৮ বলে ৪৪ রানের আরেকটি ক্যামিও ইনিংস খেলে দলকে বড় স্কোরের ভিত গড়ে দিতে সাহায্য করেছেন অধিনায়ক শোয়েব মালিক।


এছাড়াও ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩৮ রান করেছেন আহমেদ শেহজাদ। আর এই তিন ব্যাটসম্যানের ব্যাটেই কালান্দার্সদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে মুলতানরা। 


এদিন শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই অভিজ্ঞ ওপেনার কুমার সাঙ্গাকারা এবং আহমেদ শেহজাদের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিলো মুলতানের দলটি।  মাত্র ১০ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৮৮ রান তুলে ফেলেন তারা।


তবে এরপরেই প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ৫টি চারের সাহায্যে ৩২ বলে ৩৮ রান করা আহমেদ শেহজাদকে উইকেটরক্ষক উমর আকমলের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান ফিজ।



promotional_ad

এরপর সাঙ্গাকারার সাথে ক্রিজে যোগ দেন ডানহাতি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। কিন্তু তার পক্ষে বেশীক্ষণ টিকে থাকা সম্ভব হয়নি। কেননা দারুণ একটি বোলিংয়ে তাঁর ষ্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন কালান্দার্স স্পিনার ইয়াসির শাহ। ফলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। 


মাকসুদের উইকেটটি হারানোর পর দলের হাল ধরতে ক্রিজে আসেন অধিনায়ক শোয়েব মালিক। তবে ৪৪ বলে ৩ ছয় এবং ৫ চারের সাহায্যে ৬৩ রান করা সাঙ্গাকারাকে নিজের তৃতীয়তম ওভারে বোলিংয়ে এসে ফখর জামানের হাতে লং অন অঞ্চলে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান টাইগার পেসার মুস্তাফিজ।


সাঙ্গাকারা ফিরে গেলেও ইনিংসের প্রায় শেষ পর্যন্ত টিকে ছিলেন শোয়েব মালিক। ২০তম ওভারের পঞ্চম বলে রান আউটের শিকার হয়ে ফেরার আগে ২৮ বলে ৪৮ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন তিনি। আর তাঁর এই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৯ রানের বড় পুঁজি পায় মুলতান সুলতানস।  


কালান্দার্সের পক্ষে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন মুস্তফিজুর রহমান। আর আরেকটি উইকেট পেয়েছেন স্পিনার ইয়াসির শাহ। 


উল্লেখ্য এবারের পিএসএলে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ছাড়াও প্রতিনিধিত্ব করছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। তামিম এবং সাব্বির পেশোয়ার জালমি এবং রিয়াদ ডাক পেয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার জন্য।  


লাহোর কালান্দার্স একাদশ- 



ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি। 


মুলতান সুলতানস একাদশ- 


কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মাকসুদ, ড্যারেন ব্রাভো, শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, সাইফ বদর, ইমরান তাহির, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball