সাঙ্গাকারার ঝড়ো অর্ধশতক

ছবি:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামে শোয়েব মালিকের মুলতান সুলতানস এবং ব্র্যান্ডন ম্যাককালামের লাহোর কালান্দার্স।
আর এই ম্যাচে টসে জিতে শোয়েব মালিকের দলটিকে ব্যাটিংয়ে পাঠান কালান্দার্স অধিনায়ক ম্যাককালাম। আর ব্যাটিংয়ে নেমে দুই অভিজ্ঞ ওপেনার কুমার সাঙ্গাকারা এবং আহমেদ শেহজাদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় মুলতানের দলটি।
মাত্র ১০ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৮৮ রান তুলে ফেলেন তারা। তবে এরপরেই প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ৫টি চারের সাহায্যে ৩২ বলে ৩৮ রান করা আহমেদ শেহজাদকে উইকেটরক্ষক উমর আকমলের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান ফিজ।
এরপর সাঙ্গাকারার সাথে ক্রিজে যোগ দেন ডানহাতি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। কিন্তু তার পক্ষে বেশীক্ষণ টিকে থাকা সম্ভব হয়নি। কেননা দারুণ একটি বোলিংয়ে তাঁর ষ্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন কালান্দার্স স্পিনার ইয়াসির শাহ। ফলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
মাকসুদের উইকেটটি হারানোর পর দলের হাল ধরতে ক্রিজে এসেছেন অধিনায়ক শোয়েব মালিক। এদিকে ইতিমধ্যে দারুণ ব্যাটিং করে এবারের পিএসএলের প্রথম অর্ধশতক তুলে নেন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা।

বর্তমানে ৪০ বলে ৫৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ২টি ছয় এবং ৫টি চার মেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর তাঁর সঙ্গী শোয়েব মালিক অপরাজিত আছেন ১৪ বলে ১৮ রান নিয়ে। বর্তমানে মুলতানের স্কোর দাঁড়িয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ১৩০ রান (১৫ ওভার)।
আর তাঁর সঙ্গী সাঙ্গাকারা দাঁড়িয়ে আছেন এবারের পিএসএলে প্রথম অর্ধশতকের খুব কাছে। বর্তমানে ৩৪ বলে ৪২ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ২টি ছয় এবং ২টি চার মেরেছেন তিনি। আর মুলতানের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ১১০ রান (১৪ ওভার)।
উল্লেখ্য এবারের পিএসএলে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ছাড়াও প্রতিনিধিত্ব করছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। তামিম এবং সাব্বির পেশোয়ার জালমি এবং রিয়াদ ডাক পেয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার জন্য।
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি।
মুলতান সুলতানস একাদশ-
কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মাকসুদ, ড্যারেন ব্রাভো, শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, সাইফ বদর, ইমরান তাহির, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির।