মুস্তাফিজদের সম্ভাব্য একাদশ

ছবি:

দুবাইতে পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) রাতে (বাংলাদেশ সময় রাত ১০.০০ টায়) মুখোমুখি হবে মুলতান সুলতান্স এবং লাহোর কালান্দার্স।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশী চ্যানেল গাজী টিভি। এদিকে লাহোর কালান্দার্সের হয়ে এই ম্যাচে মাঠে নামতে পারেন বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহামান।
সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে খেলার সম্ভাবনা আছে তার। অবশ্য এখনো পর্যন্ত পিএসএলের কোনো আসরে খেলেননি মুস্তাফিজুর রহামান। তবে আজ রাতেই অভিষেক হতে পারে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজের।

তবে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে মুস্তাফিজের সামনে সবচেয়ে বড় বাঁধা কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। এই দুই পেসারের একজনকে মাঠে নামাবে লাহোর, এটা অনেকটাই নিশ্চিত।
এছাড়াও বিদেশী কোটায় থাকা বাকী তিন ক্রিকেটারের স্থান পূরণ করতে পারেন দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ক্যামেরন ডেলপোর্ট এবং সুনিল নারাইন। এছাড়াও পাকিস্তানের পরিচিত মুখ হিসেবে দলটিতে আছেন ফখর জামান, উমর আকমল, ইয়াসির শাহ ও বিলওয়াল ভাট্টির মতো ক্রিকেটাররা।
লাহোর কালান্দার্সের সম্ভাব্য একাদশঃ ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ফখর জামান, উমর আকমল, ক্যামেরন ডেলপোর্ট, আমির ইয়ামিন, বিলাল আসিফ, গুলরাইজ সাদাফ (উইকেটরক্ষক), সুনিল নারাইন, ইয়াসির শাহ, বিলওয়াল ভাট্টি, মুস্তাফিজুর রহমান / মিচেল ম্যাকক্লেনাঘান।
(বিশেষ দ্রষ্টব্যঃ যেহেতু দলটি এবারের আসরে এখনো কোনো ম্যাচ খেলেনি তাই সাত জন পাকিস্তানী ক্রিকেটারের কোটায় কারা থাকছেন বা কোন পজিশনে খেলছেন তা বলা মুশকিল, তবে নিশ্চিত করা যাচ্ছে কয়েকজন বিদেশি ক্রিকেটারের অবস্থান। তাই এই একাদশ অনেকটাই অনুমাননির্ভর, পাকিস্তানী মিডিয়া থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী।)