মাহমুদুল্লাহদের সম্ভাব্য একাদশ

পাকিস্তান সুপার লীগ (পিএসএল)
ইনতেছার
ইনতেছার

দুবাইতে পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) বিকেলে (বাংলাদেশ সময় ৫.৩০ মিনিট) মুখোমুখি হবে করাচি কিংস এবং কোয়েটা গ্লাডিয়েটর্স। 

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশী চ্যানেল গাজী টিভি। এদিকে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এই ম্যাচে মাঠে নামতে পারেন বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে খেলার সম্ভাবনা আছে তার। কেননা পিএসএলের গত আসরেও এই দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন মাহমুদুল্লাহ।

একাধিক ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন গতবার। তাই এবারো তার প্রতি ভরসা রাখতে পারে দলটি। তবে কোয়েটা গ্লাডিয়েটর্সের মাঠে নামতে মাহমুদুল্লাহর সামনে সবচেয়ে বড় বাঁধা সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।

মাহমুদুল্লাহকে একাদশে না ভেড়ালে  অজি অলরাউন্ডারকেই একাদশে ভেড়াবে দলটি। তবে একাদশে জায়গা অনেকটাই নিশ্চিত আফগান স্পিনার রশিদ খানের। চার বিদেশীর কোটায় সুযোগ পেতে পারেন জোফরা আর্চারও।

তবে দলটি বিপদে আছে ওপেনিং নিয়ে। কেননা দেশি মানসম্পন্ন ওপেনারের ওভাবে ভুগছে দলটি। যদিও রাইলি রুশো বা জেসন রয়ের মতো বিদেশি তারকারা আছে এই দলে, আছে কেভিন পিটারসেনের মতো অভিজ্ঞ সৈনিকও।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সম্ভাব্য একাদশ: উমার আমিন, জ্যাসন রয়/ কেভিন পিটারসেন, সাদ আলি, আসাদ শফিক, মাহমুদউল্লাহ রিয়াদ/ শেন ওয়াটসন, সরফরাজ আহমেদ (অধিনায়ক), সাদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, জোফরা আর্চার, আনোয়ার আলি/ রাহাত আলি, রশিদ খান।

(বিশেষ দ্রষ্টব্যঃ- যেহেতু দলটি এবারের আসরে এখনো কোনো ম্যাচ খেলেনি তাই সাত জন পাকিস্তানী ক্রিকেটারের কোটায় কারা থাকছেন বা কোন পজিশনে খেলছেন তা বলা মুশকিল, তবে নিশ্চিত করা যাচ্ছে কয়েকজন বিদেশি ক্রিকেটারের অবস্থান। তাই এই একাদশ অনেকটাই অনুমাননির্ভর, পাকিস্তানী মিডিয়া থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী।)