রাতে অভিষেক হচ্ছে মুস্তাফিজের?

ছবি:

দুবাইতে পাকিস্তান সুপার লীগের তৃতীয় ম্যাচে ২৩ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে মুলতান সুলতান্স এবং লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে এই ম্যাচ। পিএসএলের সব ম্যাচই সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি।
সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে লাহোর কালান্দার্সের হয়ে এই ম্যাচে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবারই প্রথম বারের মতো পিএসএলের মঞ্চে দেখা যাবে তাকে।
এই দলে মুস্তাফিজের বাকী সঙ্গীরা হচ্ছে উমর আকমল, সুনিল নারাইন, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট ও ক্রিস লিনের মতো তারকারা।

যদিও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে ইনজুরিতে পরায় এরই মাঝে স্বপ্ন ভঙ্গ হয়েছে ক্রিস লিনের। এবারের পিএসএলের আসরে দর্শক হয়েই বসে থাকতে হবে তাকে।
মুলতান সুলতান্স: শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, ইমরান তাহির, ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ, জুনায়েদ খান, শোয়েব মাকসুদ, ইরফান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, নিকোলাস পুরান, রস হুইটলি, আব্দুল্লাহ শফিক, সাইফ বদর, হার্দাস ভিলিয়ন ও উমর গুল।
লাহোর কালান্দার্স: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), উমর আকমল, সুনিল নারাইন, মুস্তাফিজুর রহমান, ফখর জামান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর।