বিকেলে মাঠে নামছেন মাহমুদুল্লাহরা

ছবি:

দুবাইতে পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় ম্যাচে ২৩ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে করাচি কিংস এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। পিএসএলের সব ম্যাচই সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি।
পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে কোয়েটা গ্লাডয়েটর্সের হয়ে এই ম্যাচে খেলবেন টাইগার স্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। পিএসএলের গত আসরেও এই দলের হয়ে খেলেছিলেন তিনি।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে তার বাকী সঙ্গীরা হচ্ছে কেভিন পিটারসেন, রাইলি রুশো, জোফরা আর্চারদের মতো তারকারা। অপরদিকে করাচির হয়ে মাঠে নামবেন শহীদ আফ্রিদি, রবি বোপারা, মোহাম্মদ আমিরদের মতো তারকারা।

তবে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে পিএসএলের পূর্বের আসরগুলোতে মোট চারটি ম্যাচে এই দুই দল লড়লেও একটিতেও জয়ের দেখা পায়নি করাচি কিংস। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে সব কয়টি ম্যাচেই হেরেছে তারা।
করাচি কিংস: ইমাদ ওয়াসিম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, রবি বোপারা, বাবর আযম, মোহাম্মদ আমির, কলিন মুনরো, এউইন মরগান, উসমান খান, কলিন ইনগ্রাম, জো ডেনলি, লেন্ডল সিমন্স, টাইমল মিলস, ডেভিড উইজি, উসামা মির, খুররম মনজুর, মোহাম্মদ রিজওয়ান, তাবিশ খান, মোহাম্মদ ইরফান জুনিয়র, মুশতাক আহমেদ, শফিউল্লাহ বাঙ্গাস ও হাসান মহসিন।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মাহমুদউল্লাহ রিয়াদ, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ