অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে উপেক্ষিত রাজ্জাক

ছবি:

বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি বাংলাদেশের তারকা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে চলেছেন এই বাঁহাতি।
গত চার বছরে প্রায় প্রতি মৌসুমেই দারুণ ধারাবাহিক এই টাইগার স্পিনার। বিসিএলের গত আসরেও রাজ্জাক ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি (৬ ম্যাচে ৩৮ উইকেট)। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটিও রাজ্জাকের দখলে।
১১১ প্রথম শ্রেণির ম্যাচে যে ৪৯০ উইকেট পেয়েছেন, এর ২৩৯টি এসেছে গত পাঁচ মৌসুমে। আর ৪ উইকেট পেলেই এই বাঁহাতি স্পিনার অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করার বিরল রেকর্ড গড়বেন জাতীয় দল থেকে ব্রাত্য আব্দুর রাজ্জাক।

এদিকে, মুমিনুল হকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে বিসিএলে বুধবার কঠিন একটা দিনই পার করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। তবে বল হাতে খুব বেশি খারাপ দিন যায়নি আব্দুর রাজ্জাকের। কারণ দক্ষিণাঞ্চলের ব্যাটিং তান্ডবের দিনেও বল হাতে ৬ উইকেট তুলে নিয়েছেন এই তারকা স্পিনার।
প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে ৩০তম ৫ উইকেট পেয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। রাজ্জাক ৬ উইকেট পেলেও রানের পাহাড় গড়তে সমস্যা হয়নি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের—অলআউট হওয়ার আগে মুমিনুলের দল করেছে ৫৪৬ রান।
অবশ্য বিসিএলের প্রথম রাউন্ডেই রাজ্জাক কীর্তিটা গড়তে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১২৮ রান তুলে দিন শেষ করেছে রানের পাহাড়ে চাপা পড়া দক্ষিণাঞ্চল। এখনো তারা পিছিয়ে ৪১৮ রানে।
রাজ্জাককে আরেক ইনিংস বোলিংয়ের সুযোগ করে দিতে হলে তাঁর সতীর্থদের দুর্দান্ত ব্যাটিং করে ফলোঅন এড়াতে হবে। এদিকে, ফলোঅন এড়াতে দক্ষিণাঞ্চলকে আরও দরকার ২১৯ রান। এখন দেখার বিষয় রাজ্জাকের সতীর্থ কতটা সাহায্য করতে পারেন তাকে।