promotional_ad

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে স্ট্রাইকার্সের মুখোমুখি কোণঠাসা স্টার্স

promotional_ad

চলমান বিগ ব্যাশ লীগে এখন পর্যন্ত একটি ম্যাচেও মুখোমুখি হয়নি অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন স্টার্স। অবশেষে টুর্নামেন্টের ২৩ তম ম্যাচে এসে জন হেস্টিংসের নেতৃত্বাধীন মেলবোর্নের মুখোমুখি হতে যাচ্ছে ট্রাভিস হেডের অ্যাডিলেড


অ্যাডিলেডের মাঠে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে যে মেলবোর্নের থেকে স্ট্রাইকার্সরাই যে বেশি এগিয়ে থাকছে সেটি পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যায়। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা না পাওয়া মেলবোর্নের অবস্থা অনেকটাই নাজুক। বর্তমানে তাদের অবস্থান টেবিলের একেবারে তলানিতে। 


আর স্ট্রাইকার্সরা এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের দাবি করতেই পারে। কারণ ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দ্বিতীয়তে তাদের অবস্থান। তার ওপর নিজেদের সর্বশেষ ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছিলো ট্রাভিস হেডের দল।


আর সেই জয়ের থেকেই আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যে তারা মাঠে নামবে তা বলাই বাহুল্য। অবশ্য জ্বলে উঠতে পারে হেস্টিংসের মেলবোর্ন স্টার্সও। কেননা বলা যায় তাদের দেয়ালে অনেকটা পিঠ ঠেকে গেছে।



promotional_ad

টুর্নামেন্টে নিজেদের অবস্থান সুসংগঠিত করতে জয়ের কোনো বিকল্প নেই তাদের। তাই আজ জয়ের জন্য বলা যায় মরিয়া হয়েই মাঠে নামতে পারে কেভিন পিটারসেন, অ্যাডাম জাম্পা, লুক রাইটদের নিয়ে গড়া দলটি।  


মুদ্রার উল্টো পিঠ অবশ্য অ্যাডিলেড স্ট্রাইকার্সের ক্ষেত্রে। আজকের ম্যাচটিতে জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসার সম্ভাবনা আছে তাদের। আর সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে দলটি নিঃসন্দেহে।


তবে কাজটি যে খুব একটা সহজ হবে না সেটি হলফ করেই বলা যায়।  কারণ রশিদ খান, পিটার সিডলদের সামলাতে নিজেদের সেরাটাই ঢেলে দিতে হবে পয়েন্ট টেবিলের একেবারে নিচে থাকা স্টার্সদের। 


অ্যাডিলেড স্ট্রাইকার্স- 



অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি,  জোনো ডিন, ট্রাভিস হেড (অধিনায়ক), কলিন ইনগ্রাম, বেন লঘলিন, জেক লেহম্যান, মাইকেল নেসার, লিয়াম ও'কনোর, রশিদ খান, পিটার সিডল, বিলি স্টানলেক, জেক ওয়েদারাল্ড, জোনাথান ওয়েলস।


মেলবোর্ন স্টার্স- 


মাইকেল বিয়ার, স্কট বোল্যান্ড, জ্যাকসন কোলম্যান, বেন ডাঙ্ক, জেমস ফকনার, সেব গচ, ইভান গুলবিস, পিটার হ্যান্ডসকম্ব, স্যাম হারপার, জন হেস্টিংস (অধিনায়ক), বেন হিলফেনহস, গ্ল্যান ম্যাক্সওয়েল, কেভিন পিটারসেন, রব কুইনি, মার্কাস স্টইনিস, ড্যানিয়েল উরল, লুক রাইট, অ্যাডাম জাম্পা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball