promotional_ad

এবার চার রানের আক্ষেপ শর্টের

promotional_ad

টানা দুই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন হোবার্ট হারিকেন্সের ব্যাটসম্যান ডি'আর্কি শর্ট। আগের ম্যাচে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি এই ব্যাটসম্যান। আর বৃহস্পতিবার ৪ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। যদিও, শর্টের দল দুই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে।




সিডনি থান্ডারের বিপক্ষে সেঞ্চুরি মিসের পর শর্ট বৃহস্পতিবার আরেকবার টি-টুয়েন্টিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার মিস করেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। যদিও তার দল হারিকেন্স টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে ৭ রানে।




টানা দুই ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার জিতেছেন শর্ট। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচের আগে টানা দুই ম্যাচে হেরেছিল হারিকেন্স। তারপর শর্টের ব্যাটেই জয়ের ধারায় ফিরেছে দলটি। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ দলের প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে হোবার্ট হারিকেন্স।




শর্টের ব্যাটিং নৈপুণ্যে  প্রথমবারের মতো এবারের আসরে হারের স্বাদ পেয়েছে স্ট্রাইকার্স। তারপরও ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। হোবার্টে নিজেদের মাঠে আগে ব্যাট করে শর্টের ৫৮ বলে খেলা ৯৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে হারিকেন্স।





promotional_ad

জবাবে ব্যাটিংয়ে নেমে, কলিন ইনগ্রামের ৪৪ বলে ৬৬ রানে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল স্ট্রাইকার্স। সঙ্গে ট্রাভিস হেডের ৩২ বলে ৪৪ রানে ভর করে দারুণ খেলছিল দলটি। কিন্তু জফরা আর্চারের ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেটের দুর্দান্ত বোলিং জিততে দেয়নি স্ট্রাইকার্সকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থেমেছে স্ট্রাইকার্সের ইনিংস।




ফলে ৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি। এই হারকেও ছাপিয়ে গিয়েছে শর্টের আবারও কয়েক রানের জন্য সেঞ্চুরি মিস। ওপেনিংয়ে ব্যাট হাতে নেমে ৩৭ বলে অর্ধশতক তুলে নেন শর্ট। অর্ধশতকের পথে ৪টি চার ও ২টি ছক্কার মার মারেন তিনি। এরপর বোলারদের উপর আরও চড়াও হয়ে ৫৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯৬ রানে আউট হয়ে আক্ষেপে পুড়েছেন শর্ট।




সংক্ষিপ্ত স্কোর :




হোবার্ট হারিকেন্স : ২০ ওভারে ১৮৩/৫ (শর্ট ৯৬, ডুলান ২৯, ওয়েড ২০*; স্ট্যানলেক ২/২৭, রশিদ খান ২/১৮)।





অ্যাডিলেড স্ট্রাইকার্স : ২০ ওভারে ১৭৬/৬ (ইনগ্রাম ৬৬, হেড ৪৪, ওয়েলস ২৮; আর্চার ৩/১৫)।




ফল: হোবার্ট হারিকেন্স ৭ রানে জয়ী।




ম্যান অব দ্য ম্যাচ : ডি'আর্কি শট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball