promotional_ad

জানুয়ারিতে মাঠে গড়াবে বিসিএল, ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের গত দুই আসরেই গরম বেশ ভুগিয়েছে ক্রিকেটারদের। ফলে অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটাররাই ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসরটি শীতের মৌসুমে আয়োজনের দাবী জানিয়েছিলেন। বিসিবিও বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছে।




সাবেক ও বর্তমান ক্রিকেটারদের দাবির মুখে এগিয়ে আসছে প্রিমিয়ার লিগ। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। এর আগে ২০ জানুয়ারি খেলোয়াড় দলবদলের জন্য হবে ‘প্লেয়ার্স ড্রাফট’। এই ঘরোয়া আসরের ক্লাবগুলো তাদের দলের পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।




বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মালিকদের সঙ্গে এক আলোচনা সভায় বসেন সিসিডিএমের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।আলোচনা শেষে তিনি গণমাধ্যমে জানিয়েছেন, প্রিমিয়ার লিগ ক্রিকেটের এক মৌসুমেই শেষ করতে চাইছেন তারা।





promotional_ad

এই প্রসঙ্গে এনাম আহমেদ বলেন, ‘আমাদের চেয়ারম্যান নাজমুল হাসান বলেছেন, প্রধান লিগ যেমন ঢাকা প্রিমিয়ার লিগ যেন ক্রিকেটের মৌসুমেই শেষ হয়ে যায়। আমরা জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে টার্গেট করেছিলাম। কিন্তু আমাদের মাঠের কমতি আছে। প্রিমিয়ার লিগের প্লেয়ার্স বাই চয়েজ হবে ২০ জানুয়ারি। এবং লিগ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে।’




এদিকে ক'দিন আগেই এনাম জানিয়েছিলেন, জানুয়ারিতে শুরু করবেন প্রিমিয়ার লিগ। তবে এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বড় দৈর্ঘ্যের আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি, ‘জাতীয় লিগ শেষ হয়েছে। তাই আমরা বিসিএল জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু করতে যাচ্ছি, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।’




তিন রাউন্ডের শেষে প্রিমিয়ার লিগের জন্য বিরতি দেয়া হবে। পরে জানানো হবে বাকি রাউন্ডগুলোর দিন-তারিখ। তাছাড়া, রিটেইন করা খেলোয়াড়দের বকেয়ার পঞ্চাশ শতাংশ প্লেয়ার্স ড্রাফটের আগেই বুঝিয়ে দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। ড্রাফট থেকে বেছে নেয়া ক্রিকেটারদেরও পঞ্চাশ শতাংশ পাওনা টুর্নামেন্ট শুরুর আগে বুঝিয়ে দিতে হবে দলগুলোর।





এই প্রসঙ্গে এনাম বলেন, ‘প্রতিটি ক্লাব ৫ জন করে খেলোয়াড় রিটেইন করতে পারবে। এবং ড্রাফটের আগে দেওয়া ডেডলাইনের মধ্যে ক্লাবগুলোকে রিটেইন খেলোয়াড়ের তালিকা দিতে হবে। খেলোয়াড়দের টাকা ঠিক মতো না দেওয়া নিয়ে সবসময় একটা দুশ্চিন্তা থাকে। তাই ড্রাফটের আগেই রিটেইন করা খেলোয়াড়দের ৫০ শতাংশ বকেয়া দিতে হবে। যদি তা করতে না পারে তাহলে ড্রাফটে তাকে উম্মুক্ত করে দেওয়া হবে। ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দেরও টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ টাকা দিতে হবে। ২৫ শতাংশ টুর্নামেন্টের মধ্যে এবং বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষে দিতে হবে।’




বাংলাদেশ জাতীয় দলের ১২ জন খেলোয়াড়কে রিটেইন করতে পারবে না কোন দল। সেই ১২ জন ক্রিকেটারের তালিকা খুব দ্রুতই প্রকাশ করবে সিসিডিএম। খেলোয়াড়রা ক্লাব পছন্দ করতে পারবেন না। সকল খেলোয়াড়দের ক্লাবই পছন্দ করবে। আর প্রথম বিভাগ ক্রিকেট লিগের আগেই শুরু হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। মাঠ সংকটের কারণেই এমনটা হবে বলে জানিয়েছেন এনাম আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball