promotional_ad

'ব্যাশ ব্রাদার্স' লিন-ম্যাককালামের তাণ্ডব দেখলো পিটারসেনরা

promotional_ad

বিগ ব্যাশের চলতি আসরে প্রথমবারের মত 'ব্যাশ ব্রাদার্স' ক্রিস লিন ও ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং তান্ডব দেখলো ক্রিকেট বিশ্ব। মেলবোর্ন স্টার্সের বোলারদের কোন রকম সুযোগ না দিয়ে গ্রুপ পর্বেই দ্বিতীয়বারের মত পিটারসেন-ম্যাক্সওয়েলদের হারানো ব্রিসবেন হিট।


ক্রিস লিন ও ব্র্যান্ডন ম্যাককালামের জোড়া ফিফটিতে মেলবোর্নের দেয়া ১৪২ রানের মামুলি লক্ষ্য পাঁচ ওভার ও নয় উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ব্রিসবেন হিট। প্রথম উইকেট জুটিতেই এই দুই ওপেনার ১০১ রান যোগ করে বিচ্ছিন্ন হয়। 


ম্যাককালাম ১১তম ওভারে ৩০ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায় নেন। ততক্ষণে ম্যাচ প্রায় ব্রিসবেনের হাতের মুঠোয়। জো বার্নসকে সাথে নিয়ে ধিরে সুস্থে খেলে ম্যাচ জয় করে মাঠ হারেন ক্রিস লিন।


৪৬ বল খেলা লিনের ব্যাট থেকে এসেছে হার না মানা ৬৩ রান। মেলবোর্নের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন লিয়াম বোয়ে। এর আগে শুরুতে ব্যাট করে খুব  একটা সুবিধা করতে পারেনি মেলবোর্ন স্টার্স।



promotional_ad




ডাঙ্ক ও লুক রাইট দ্রুত ফিরে গেলে চাপের মুখে লড়াই করেন পিটারসেন ও ম্যাক্সওয়েল। ২৫ বলে ৩০ রান করে পিটারসেন অসময়ে বিদায় নিলে ম্যাক্সওয়েলের কাজ কঠিন হয়ে পড়ে।



মিডেল ওভারে সঙ্গীর অভাবে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেনি তিনি। তার ৩৯ বলে ৫০ রানের ইনিংসটি মেলবোর্নকে সম্মানজনক পুঁজি এনে দিতে সাহায্য করলেও যথেষ্ট ছিল না। ব্রিসবেন হিটের দিনের সেরা বোলার ছিলেন লেগি মিচেল সোয়েপসন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball