promotional_ad

দ্বিতীয় লড়াইয়ে নামছে ম্যাককালাম-পিটারসেন

promotional_ad

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশে আজ দিনের একমাত্র খেলায় মুখোমুখি হবে ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টার্স। টুর্নামেন্টের এই আসরে এই নিয়ে দ্বিতীয়বারের মত মুখোমুখি হবে এই দুই দল। প্রথমবারের দেখায় হিটের বিপক্ষে স্টার্সরা পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। কিন্তু দ্বিতীয় দেখায় দুই দলই চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে।


খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ১০ মিনিটে। এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই প্রথম মুখোমুখি হয় এই দুইদল। প্রথম দেখায় ব্রেন্ডন ম্যাককালামের দলটি জন হেস্টিংসের দলের বিপক্ষে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।


মুখোমুখি নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করে ব্রিসবেন হিট। ব্রেন্ডন ম্যাককালাম, জো বার্নস ও অ্যালেক্স রসের অসাধারণ ব্যাটিংয়ে স্টার্সদের সামনে ২০৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ব্রিসবেনের দলটি। জবাবে শুরুতে ব্যাটিং ধ্বস নামলেও মার্কাস স্টয়নিস ও জেমস ফকনারের ঝড়ো ব্যাটিংয়ে ১৯১ রানে থামে মেলবোর্ন স্টার্স।


সবমিলিয়ে, ১৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় কেভিন পিটারসেন ও গ্লেন ম্যাক্সওয়েলদের নিয়ে সাজানো দলকে। এছাড়া বিগ ব্যাশের এবারের আসরে ভালো ছন্দেই আছে ম্যাককালামরা। দুই ম্যাচ খেলে দুই জয়ের পাশাপাশি দুই ম্যাচে পরাজয় নিয়েও মাঠ ছাড়ে দলটি।



promotional_ad

সবমিলিয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রিসবেনের দলটি।বিপরীতে, মেলবোর্ন স্টার্সের টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো হয়নি। শুরুর দুই ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে জন হেস্টিংসের দল।




ব্যাটে বলে খুব একটা ভালো ছন্দে না থাকা দলটি এখন পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। পয়েন্ট শূন্য দলটি বর্তমানে অবস্থান করছে টেবিলের তলানিতে। কিন্তু এই ম্যাচে দুই দলের মূল লড়াইটা হবে ব্যাটিংয়ে। ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিন, জো বার্নস ও অ্যালেক্স রসদের নিয়ে সাজানো ব্রিসবেনের ব্যাটিং লাইনটা বেশ বিধ্বংসী।



বিপক্ষ দল মেলবোর্ন স্টার্সের ব্যাটিংটাও টি-টুয়েন্টির দৃষ্টিকোণ থেকে অনেকটা শক্তিশালী। লুক রাইট, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ও পিটার হ্যান্ডসকমবদের নিয়ে সাজানো ব্যাটিং লাইন-আপটাও ছেড়ে কথা বলবেনা ব্রিসবেন হিটকে। নিজেদের তৃতীয় ম্যাচে ব্রিসবেনের বিপক্ষে এসে দলটি চাইবে সপ্তম আসরে নিজেদের প্রথম জয় তুলে নিতে। 


ব্রিসবেন হিটের সম্ভাব্য একাদশঃ ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ক্রিস লিন, ইয়াসির শাহ, বেন কাটিং, জো বার্নস, জস লালর, জিমি পিয়ারসন, মার্ক স্টেকিটি, ক্যামেরন গ্যানন, অ্যালেক্স রস, মিচেল সুইপসন।


মেলবোর্ন স্টার্সের সম্ভাব্য একাদশঃ লুক রাইট, জন হেস্টিংস (অধিনায়ক), কেভিন পিটারসেন, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল বিয়ার, জেমস ফকনার, বেন ডাঙ্ক, পিটার হ্যান্ডসকমব, স্কট বোল্যান্ড, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball